চিনারপার্ক অধিবাসীবৃন্দের এবছরের আকর্ষণীয় থিম ‘মহাবলি পুরম’

সাধনা মিস্ত্রী, কলকাতা,
অপেক্ষার আর কয়েকটা দিন তারপরই বাজতে চলেছে আগমনীর গান। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর তোড়জোড়। আর সেই সঙ্গেই তাল মিলিয়ে এগিয়ে এসেছে চিনারপার্ক অধিবাসীবৃন্দ। ‘পাথরে প্রাণ, সৃষ্টির গান’……. চিনারপার্ক অধিবাসীবৃন্দের এবছরের আকর্ষণীয় থিম ‘মহাবলি পুরম’। বিষ্ণুপুরান মতে শ্রীকৃষ্ণের পঞ্চম অবতার বামন মহারাজ বলি বা মহাবলির অহংকারে বিচূর্ণ করেছিলেন এই শহরেই। বলা হয় মহাবলি পুরম নামটি মহাবলি রাজার রাজধানী মহাবলি পুরমে নানা সময়ে। সবার মধ্যে অন্যতম ‘মহিষাসুর মর্দিনী’ মন্দির। পাথরে প্রাণ

প্রতিকূল আবহাওয়ার ধ্বংসে আজ এই সৃষ্টির গান আমাদের কাছে বিস্ময় মাত্র। তাই এবারের পুজোর সেই শিল্পী ও শিল্পকলার ইতিহাস সরনের মাধ্যমে অনুপ্রেরিত হয়ে তাদের পুজোর থিম ‘মহাবলি পুরম’। চিনারপার্ক অধিবাসীবৃন্দ কৃতজ্ঞতা জানিয়েছেন নিউজ বেঙ্গল অনলাইনকে পাশে থাকার জন্য।