October 27, 2021

চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শিখর

নিজস্ব প্রতিবেদনঃ

শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন। কিন্তু সেই ম্যাচেই অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্সের বাউন্সার বলে বাঁ আঙুলে চোট পান তিনি। পরীক্ষার পর জানা যায়, তাঁর আঙুল ফ্র্যাকচার হয়েছে। আর যার জেরে চলতি টুর্নামেন্ট থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন তিনি।বিশ্বকাপে প্রথম দু’ম্যাচেই জয় পেয়ে ছন্দে রয়েছে ভারত। তবে এরই মাঝে কিছুটা দুঃসংবাদ ভারতীয় শিবিরে। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ওপেনার শিখর ধাওয়ান। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভারতের।

Total Page Visits: 217 - Today Page Visits: 1