জন্মাষ্টমীর শুভলগ্নে বারুইপুরে পথ চলা শুরু করলো “ওকে গ্রুপ”

মহন্ত দাশগুপ্ত – দক্ষিন ২৪ পরগনা
দীর্ঘদিন ধরেই সামাজিক কাজকর্ম চলছিল বিরামহীন ভাবেই, কখনো দুই চাকা আবার কখনো চার চাকা গাড়ির মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকার জন্য সমাজ সেবার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন সমাজসেবী ধ্রুবজ্যোতি দাস। বহুদিন আগে থেকেই তার হৃদয়ে আঁকি-বুকি কাটছিল যে, কবে থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করবেন। বিশাল ভাবে সামাজিক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে না পড়লেও সাধারণভাবেই স্বক্রিয়তা বজায় রেখে

মানুষের পাশে থেকে সমাজসেবা চালিয়ে যেতেন নিজ ক্ষমতা অনুসারে । তাই কাজ করতে করতে উদ্যোগী এই মানুষটি দীর্ঘদিনের চিন্তা-ভাবনার ফলপ্রসূ এবং সেই বাস্তব প্রয়াস ও উদ্দেশ্যপূর্ণ লক্ষ্যকে স্থাপন করতে শুরু করলো দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত বারুইপুর অঞ্চল থেকে “ওকে ক্যাবস”এর সামাজিক পরিষেবা। জন্মাষ্টমীর শুভলগ্নে তাদের শুভ সূচনা ঘটল বারুইপুরে “ওকে পয়েন্ট” উদ্বোধনের মধ্য দিয়ে । অতএব এই “ওকে পয়েন্ট ” এর শুভ সূচনার মধ্য

দিয়ে “ওকে ক্যাবস” সমগ্র পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়ার পথ চলা শুরু করে দিল ১১ ই আগস্ট শুভ জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে । এই “ওকে পয়েন্টে” বিবিধ পরিবহন ব্যবস্থা এবং সরবরাহ ব্যবস্থা থাকবে, যার মধ্য দিয়ে মানব জীবনে বহু কর্মসংস্থানও ঘটবে। আজকের পূর্ণ লগ্নে শুভসূচনায় উপস্থিত বাংলার প্রথম তৃতীয় লিঙ্গের আইনজীবী মাননীয়া মেঘ সায়ন্তিকা ঘোষের কেক কাটার মধ্য দিয়ে “ওকে

ক্যাবস” এর পথ চলা শুরু হলো । “ওকে ক্যাবস” এর ফাউন্ডেশন ডাইরেক্টর ধ্রুবজ্যোতি দাস বলেন, আমরা ভেবেছিলাম ১৫ ই আগস্টে শুভ সূচনার কাজটা সেরে নেবো , কিন্তু তার আগেই ১১ ই আগস্ট আমরা পেয়ে গেলাম শুভ জন্মাষ্টমীর মত একটা পুর্ণ লগ্ন। তাই আজকের এই পূর্ণ লগ্নে “ওকে ক্যাবস” এর সূচনা কর্মকাণ্ডে নেমে পড়লাম । তিনি আরো বলেন, বাংলার সমগ্র সমাজ জানে এমনকি মিডিয়া বন্ধুরাও জানেন

যে, সমগ্র বাংলায় বিশেষ করে কলকাতায় যে সমস্ত পুজো কমিটি গুলি রয়েছে সেই পুজো কমিটি গুলি দুর্গাপূজা কালীপূজার আগে খুঁটি পূজার সূচনা করে থাকে । তাই সেভাবেই আমরা আজ “ওকে ক্যাবস” র খুঁটি পূজা শুরু করলাম। এই খুঁটিপুজো মঞ্চ থেকেই সবাইকে জানাতে চাইছি আমরা ১৫ ই আগস্ট থেকে সবার আগে কলকাতা, গ্রেটার কলকাতা, উত্তর ২৪

পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদীয়ার রানাঘাট থেকে আপাতত চালু হবে “ওকে ক্যাবস” এর সামাজিক পরিষেবা ভারতবর্ষের যেকোনো প্রান্তে মানুষ যে কোনো রকমের জিনিসের পরিষেবা চাইবেন, “ওকে ক্যাবস ” তা সঙ্গে সঙ্গে ক্যুইক সার্ভিস-এর ন্যায় তাদের বাড়িতে বা যে কোনও অফিসে পৌঁছে দেবেন। আমাদের এই পরিষেবার নাম দিয়েছি “ডোর টু কন্যাকুমারী”, অতএব সারা ভারত

বর্ষে পৌঁছে যাবে সার্ভিসের মাধ্যমে এই পরিষেবা। তার জন্য আমাদের ডেলিভারি সেকশানে টোল ফ্রি ফোন নাম্বার ১৮০০ ২১২ ৭৫৭১ এ করতে পারেন তা না হলে মিসকল করলেও কাজ হবে। আজকের এই অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি তথা আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ ছাড়াও (প্রতিষ্ঠাতা) ফাউন্ডার ডাইরেক্টর ধ্রুবজ্যোতি দাস, ইন্দ্রজিৎ দে, যোগেশ ভৌমিক সহ অন্যান্য ব্যক্তিত্ব।