জয় ভারত

নিজস্ব প্রতিনিধি –
যেমন দুর্গাপূজা না আসলে কারুর মনে পড়ে না যে প্রতিমাতেই দুর্গা থাকে না প্রতি মা তেই দুর্গা থাকে , নির্বাচন না আসলে নেতাদের মনে পড়ে না যে শুধু বাতেলা দিয়ে ভোট মেলে না জনসাধারণের জন্য কাজও করতে হয়। ঠিক তেমনি১৫ই আগস্টের ঠিক আগে আগেই বুঝতে পারা যায় ভারতে দেশভক্তের অভাব নেই। ঠিক যেমন দুর্গাপূজার আগে বিভিন্ন কাশবন থেকে মডেলরূপি দুর্গা বেরিয়ে আসে তেমনি স্বাধীনতা দিবসের আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার মোড় থেকে বেরিয়ে আসে নানান দেশভক্ত। এও শোনা যায় তারা আবার নাকি ভারতীয় হিসেব গর্বিত। তা বেশ নিজের দেশকে ভালোবাসাটা ভালো, ভারতীয় হিসাবে গর্ববোধ করাটা ভালো, জাতীয় সঙ্গীত শুনে উঠে দাড়ানো টা আমাদের শিক্ষা তথা দেশের প্রতি ভালোবাসা। কিন্তু স্বাধীনতা দিবসের পরের দিন যখন পতাকাগুলি রাস্তায় পড়ে থাকে তখন কোথায় থাকে দেশভক্তি? কোথায় থাকে দেশের প্রতি ভালোবাসা? কি দরকার ভারত মায়ের জয়ের মতো শেখানো কিছু বুলি বলার ? ১৫ই আগস্টে যে পতাকার এত সম্মান ঠিক তার পরের দিন থেকেই তার এই পরিনাম । রাস্তার ধারে স্থান হয়েছে ভারতীয় পতাকার……
কি লাভ একদিনের দেশভক্তি দেখিয়ে যদি সেই পতাকার সম্মানই না করতে পারা যায় ।