May 7, 2021

টেস্টকে বাঁচাতে উদ্যোগী মহারাজ

নিজস্ব প্রতিনিধিঃ

ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদের বসার পরই ছবিটা বদলের চেষ্টা করেন তিনি । ২৫ অক্টোবর ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসেন নব নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট । সেখানেই টিম ইন্ডিয়ার দলনেতাকে বাংলাদেশের চলতি ভারত সফরে নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাব দেন । বোর্ড সভাপতির সঙ্গে কোহলির সেদিন ঘণ্টাখানেকের বৈঠক হয়েছিল । প্রথমেই তাঁকে টেস্ট ম্যাচ বাঁচানোর স্বার্থে দিনরাতের টেস্ট ম্যাচ আয়োজনের যৌক্তিকতা বোঝান সৌরভ । আর তারপর বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে টেস্ট খেলার প্রস্তাবে হ্যাঁ বলতে কোহলি সময় নিয়েছিলেন মাত্র তিন সেকেন্ড। আম্পায়ার সাইমন টফেলের বই প্রকাশ অনুষ্ঠানে এভাবেই ভারতের মাটিতে নৈশালোকে টেস্ট ম্যাচ আয়োজনের পিছনে ছোটো ছোটো গল্প শোনালেন বোর্ড প্রেসিডেন্ট, এব্যাপারে নিজের ১০০ তম টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা তুলে ধরলেন। যেমন, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭০ হাজার দর্শকের সামনে নিজের শততম টেস্ট খেলা যে অন্যতম সেরা স্মৃতি।

Total Page Visits: 158 - Today Page Visits: 1