October 20, 2021

ডান্স ভিভিড করোনা কালে এক নতুন উদ্যোগ নিয়ে আসছে স্যাফায়ার

নিজস্ব প্রতিনিধি –

ডান্স ভিভিড সিরিজে চারটি নতুন প্রযোজনা নিয়ে এই আগস্ট মাসেই স্যাফায়ার এর ২৮ তম জন্মদিন উদযাপন এর সূচনা হতে চলেছে একটি বিশেষ মাসিক নৃত্য সিরিজ চালু করার মধ্যে দিয়ে যা সরাসরি সম্প্রচারিত হবে তবে তা স্যাফায়ারের অন্যান্য স্টেজ প্রযোজনার প্রত্যাশিত মানগুলি মাথায় রেখেই করা হবে । সিরিজটি শুরু হবে ৯ আগস্ট, ২০২০, টপক্যাট সিসিইউতে, সন্ধ্যা ৭ টা থেকে। কলকাতার রাস্তায় এবং ঐতিহ্যবাহী ভবনের সামনে কন্টেম্পোরারি নৃত্যের ফোটোশুট হয়ে গেল সম্প্রতি। স্যাফায়ারের নৃত্যশিল্পীদের ছবিতে ফ্রেমবন্দী করলেন ফটোগ্রাফার কস্তুরী মুখোপাধ্যায় এবং ডিজাইনার অভিষেক দত্তের পোষাকে তাদের দেখা গেল সেই শুটে। উত্তর কলকাতার সরু গলিতে, জিপিওর সামনে এবং আবার কারেন্সি বিল্ডিংয়ের ভিতরেও শুট হয়েছে। এই

ফটোগ্রাফগুলি মূলত সংস্থার নতুন ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইটটির আনুষ্ঠানিক প্রকাশ সহ (www.sapphirecreations.org), নতুন ইউটিউব চ্যানেল টিভি সাফায়ার চালু আর ডান্সভিভিডের অংশ হিসাবে চারটি নতুন প্রযোজনা উপস্থাপন করা হবে এই দিন। স্যাফায়ার ক্রিয়েশনসের শৈল্পিক পরিচালক সুদর্শন চক্রবর্তী জানালেন, “পরিস্থিতি বদলেছে কিন্তু নাচের ধারা নয়। আমরা মঞ্চে নাচ করেছি, রাস্তায় নেচেছি, ক্যাফে, বইয়ের দোকান, গ্যালারী, বোর্ডরুমে নৃত্য করেছি এখন আমরা অনলাইনে নাচ করব। আমাদের একটি অন্য মাধ্যমে দেখতে পাবেন। আপনার মনের কল্পনায় আমাদের শক্তি ও চেতনা আপনার জন্য সৌন্দর্য, সৃজনশীলতার এক অন্য জগত তৈরি করবে। এটি এখন নতুন মাধ্যম।আমি চাই দর্শক এই নতুন মাধ্যমকেও গ্রহন করবেন,শিল্পীদের পাশে এসে দাঁড়াবেন। “” চারটি নতুন প্রযোজনা হ’ল দেজা ভু: সিলভেস্টার মার্ডি ও পিন্টু দাস, ক্যাটাসট্রফ: বিজয় শর্মা, অভিষেক মিত্র, পেন্ডুলাম: আঙ্কিতা দত্তগুপ্ত, কৌশিক দাস, লুজিং টাচ গেনিং টাইম: পারমিতা সাহা।

Total Page Visits: 365 - Today Page Visits: 2