তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের লক্ষ্যে আলোচনাসভা

নিজস্ব প্রতিনিধিঃ
২০১৮ সালের তথ্য অনুসারে দেশে প্রযুক্তি নির্ভর স্টার্ট আপের সংখ্যা ৭২০০–৭৮০০। আর এই সময়কালে এ রাজ্যে এই ধরনের স্টার্ট আপের সংখ্যা ২১৬ থেকে ২৮৬। গড় বৃদ্ধির হার ৩ শতাংশ। স্টার্ট আপের ক্ষেত্রে এ রাজ্য বেশ এগিয়ে রয়েছে। তাই এখানে প্রযুক্তি নির্ভর স্টার্ট আপ খোলার ক্ষেত্রে বিনিয়োগকারী, শিল্পোদ্যগীদের জন্য নতুন দিশা খুলে দিয়েছে। বনিকসভা দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স দশম বিজনেস আইটি কনক্লেভ–এর আয়োজন করেছে। একদিনের এই অনুষ্ঠান আয়োজিত হল হায়াত রিজেন্সিতে। রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্প এবং স্টার্ট আপের বিষয়ে দ্য বেঙ্গল চেম্বার ও ইনফিনিটি গোষ্ঠীর সঙ্গে একটি সমঝোতাপত্র চুক্তি সাক্ষর করে।
এদিন বনিকসভার প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সেন বলেন, আমাদের লক্ষ্য হল তরুণদের মধ্যে শিল্পোদ্যোগে উৎসাহ আরও বাড়ানো। এবং সম্ভাবনাময়দের একটা মঞ্চ তৈরি করে দেওয়া। যাতে তাঁরা এ রাজ্যে প্রযুক্তি নির্ভর স্টার্ট আপ বিপ্লবের একটা অংশ হতে পারেন।’
দ্য বেঙ্গল চেম্বারের তথ্যপ্রযুক্তি কমিটির চেয়ারপার্সন অর্ণব বসু বলেন, ‘কেন্দ্রীয় সরকার এবং জেটরো–র উদ্যোগে দ্য ইন্দো–জাপান সআটর্ট আপ হাবের কাজ শুরু। ২০১৮ সালে বেঙ্গালুরুত এই প্রতিষ্ঠান কাজ শুরু করেছিল। পথ চলার পর দারুণ সাড়া পেয়েছে। যৌথ উদ্যোগে তৈরি এই প্রতিষ্ঠান উদ্ভাবনী এবং বিশেষ রকমের পণ্য তৈরির রাস্তায় হেঁটেছে। দুনিয়ার মঞ্চে সেগুলো তুলে ধরা হবে। এ দেশের স্টার্ট আপে জাপানি সংস্থাগুলি ভাল সম্ভাবনা দেখেছে। আশা করা হচ্ছে সেই দক্ষতা দেখে দেশের বিভিন্ন প্রান্তে এবং বাজারে তাঁরা এগিয়ে আসতে চাইবেন। আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের আরও উন্নয়নে নজর দিচ্ছি।’