September 19, 2021

তৃতীয় বর্ষে রাষ্ট্রীয় সয়ংসিদ্ধা সম্মান ঞ্জাপন

সপ্তর্ষি সিংহঃ

স্টীল প্রস্তুতকারক সংস্হা জিন্দাল স্টীল অ্যাণ্ড পাওয়ার লিমিটেড (জিএসপিএল) ফাউণ্ডেশন এর পক্ষ থেকে সমাজের বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানিত করার লক্ষ্যে তৃতীয় বর্ষে আয়োজিত হতে চলেছে রাষ্ট্রীয় সয়ংসিদ্ধা সম্মান। শনিবার শহরের এক পাঁচতারায় ফাউণ্ডেশনের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে জানানো হয় সমগ্র দেশ থেকে ৪১৭ জনের তালিকা জমা পড়েছে। এর মধ্যে উত্তর-পূর্ব থেকে ১১২ জন এই তালিকায়। রিজিওনাল জুরি সম্মান প্রাপক হিসাবে ১০ জন একক তালিকা এবং ১০ টি সংস্হা। তৃতীয় বর্ষে আয়োজিত জাতাীয় স্তরের এই সম্মান প্রদান অনুষ্ঠান দিল্লিতে অনুষ্ঠিত হবে।
২০১৫ সালে অনুষ্ঠিত প্রথম রাষ্ট্রীয় সয়ংসিদ্ধা সম্মান প্রদান করা হয় সমগ্র দেশ থেকে ৩৫৮ জনকে। জাতীয় স্তরে জুরি মনোনীত করার জন্য দিল্লিতে পরবর্তী মাসে ফাউণ্ডেশনের বৈঠক আয়োজিত হবে।

Total Page Visits: 490 - Today Page Visits: 1