তৃতীয় বর্ষে শহরে গ্রাইণ্ডের আসর

সপ্তর্ষি ও সোমনাথঃ
শহরে খুব বেশি জনপ্রিয় নয় প্রোক্যাপলিং, কিন্তু এই খেলায় যুক্ত অ্যাথলিটদের প্রচারের আলোয় নিয়ে আসতে উদ্যোগ নিল গ্রিন্ড। উদ্যোক্তা শুভরুপ ঘোষের উদ্যোগে রবিবার কলকাতায় আয়োজিত হল গ্রিণ্ড চ্যাম্পিয়নশিপ। এদিন মিঃ ঘোষ এই বিষয়ে বলেন, এই প্রতিযোগিতায় জাতীয় স্তর থেকে ৬০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এছাড়াও কলকাতা থেকে চারটি দল ও দিল্লি, পুনে থেকে জনপ্রিয় দল অংশ নিয়েছে। এর

পাশাপাশি আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ ও ইউএসএ থেকে অ্যাথলিটরা অংশ নিয়েছে। তিনি জানান, এই ধরনের প্রতিযোগী দেশে প্রথম আয়োজিত হল, তবে অন্যান শহরে না হলেও কলকাতায় এই নিয়ে পরপর তিন বছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এদিনের প্রতিযোগিতায় জনপ্রিয় অ্যাথলিট বীরেন্দ্র সিং ব্র্যান্ড অ্যম্বাসাডর হিসাবে উপস্হিত ছিলেন।