October 27, 2021

দক্ষিণ কলকাতার চেতলায় রেড ভলেন্টিয়ার্স-এর উদ্যোগে হয়ে গেলো রক্তদান শিবির

সত্যজিৎ চক্রবর্তী –

১১ই জুলাই রবিবার, দক্ষিণ কলকাতার চেতলায় ভবানীপুর রেড ভলেন্টিয়ার্স-এর উদ্যোগ হয়ে গেলো রক্তদান শিবির। এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা দেখার মতো ছিলো। এই কঠিন সময়ে দাঁড়িয়ে ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এ’দিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করলেন প্রায় ৬০ জন মানুষ। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর হাতে বেশ কয়েকজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ রেড ভলেন্টিয়ার্স-এর জন্য সাধ্যমতো কিছু অর্থ-সাহায্য তুলে দেন। উপস্থিত ছিলেন

ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। ছিলেন এলাকার বাসিন্দা বেশ কয়েকজন প্রথিতযশা ডাক্তার। এই অনুষ্ঠানে রেড ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিলো স্বাস্থ্য সচেতনতা শিবির, প্রায় ৩০ জনের মতো ই,সি,জি পরীক্ষা করান। ৫০ জনের মতো মানুষ ব্লাড প্রেশার, ব্লাড সুগার পরীক্ষা করালেন প্রাথমিক স্বাস্থ্য শিবিরে। অনুষ্ঠানে মরণোত্তর চক্ষু ও দেহদান সম্পর্কিত সচেতনতা শিবির নিয়ে উপস্থিত ছিলো “মুক্তচিন্তা” সংগঠন। ১৭ জন সমস্ত শরীর ও ২ জন চক্ষু দনেশনের নাম নথিভুক্ত করে। অনুষ্ঠান শেষে ঘরমুখী মানুষের মুখে শোনা গেলো রেড ভলেন্টিয়ারদের গুণগান।

Total Page Visits: 42 - Today Page Visits: 1