দক্ষিণ ২৪পরগনা জেলায় ক্যানিং২নং ব্লকের হেদিয়া গ্রামে নিউজ সারা দিনের সম্পাদক এর বাড়ি আমফানে লন্ড ভন্ড তাই দুঃস্থ সাংবাদিক মৃত্যুঞ্জয় সরদারের ত্রাণের জন্য আবেদন

দীপক ঘোষ – কলকাতা
এক দিকে চলছে করোনার প্রকোপ ,ও লক ডাউন। তার উপর রাজ্যে সুপার সাইক্লোন আমফান থাবা বসিয়েছে। এই আমফান থাবা বসানোর ফলে কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা,ক্যানিং, ও দক্ষিণ ২৪,পরগনার ক্যানিং ২নং ব্লকের হেদিয়া গ্রামে প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে। এক দিকে লক ডাউনের ফলে মানুষ অনাহারে জীবন যাপন করছিল আর অন্য দিকে আমফানের তান্ডব। ঘূর্ণি ঝড় আম ফানের হাত থেকে রেহাই পায়নি দক্ষিণ ২৪পরগনা জেলার ক্যানিং ২নং ব্লকের হেদিয়া গ্রামে নিউজ সারা দিনের সম্পাদকের বাড়ি। সম্পাদকের বাড়ি ও অফিসে প্রচুর ক্ষতি হয়েছে। তাই তার পরিবারের লোক জনদের ভীষন ভাবে থাকার অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । রাত জেগে কোনো রকম জীবন যাত্রা করছে সম্পাদকের পরিবার। নিউজ সারা দিনের সম্পাদক মৃত্যুঞ্জয় সর্দারের পরিবারের বক্তব্য এই বিপর্যয়ের সময়ে সরকারের ও প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো রকম সাহায্য যদি সরকার পক্ষ করতেন ও সমাজ সেবক সংস্থা তাদের সাহায্য করতেন তাহলে অনেক উপকার হত। নিউজ সারাদিনের সম্পাদকের বাড়ি ঝরে ক্ষয় ক্ষতি হওয়া তে তার এই অবস্থা দেখে এগিয়ে আসেন আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন ও প্রাক্তন রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধণ্য শিল্পী স্বপন দত্ত বাউল। তিনি ও রাজ্য সরকারের কাছে আবেদন জানান এই দুঃস্থ সাংবাদিক ও পরিবারের পাশে থাকার ও ত্রাণের জন্য।