দক্ষিন কলকাতায় উৎঘটন হল প্রয়াত নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায় নামক মঞ্চের

নিজস্ব প্রতিনিধি –
প্রয়াত নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করে নির্মিত হল ঊষা গঙ্গোপাধ্যায় মঞ্চ। যার শুভ উদ্বোধন হয় সম্প্রতি দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের অত্যাধুনিক, সুসজ্জিত নতুন স্টুডিওর উৎঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্গকর্মীর নতুন কার্যনির্বাহী দলের সদস্য হীরকেন্দু গাঙ্গুলি (সভাপতি), তৃপ্তি মিত্র (পরিচালক), অনিরুদ্ধ সরকার (সম্পাদক), সোহাগ সেন সহ অন্যান্য সম্মানীয় অতিথিরা। শুধু বাংলা নয়, ১৯৭০ ও ‘৮০-র দশকে কলকাতায় বহু হিন্দি থিয়েটারে অভিনয় করে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন কিংবদন্তি এই শিল্পী। ১৯৭৬ সালে রঙ্গকর্মী থিয়েটারের প্রতিষ্ঠা ছিল তাঁর অন্যতম সাফল্য। চলতি বছর এপ্রিলে সেই ঊষা গঙ্গোপাধ্যায়ের প্রয়াণে থিয়েটার জগতে বিরাট

শূন্যতার সৃষ্টি হয়। আকস্মিকভাবে চিরবিদায় নেন রঙ্গকর্মীর প্রধান কার্যনির্বাহী প্রশাসক রাজেশ পাণ্ডেও। ঊষা গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতেই এবার তৈরি হল মঞ্চ। থিয়েটারের নকশা এবং রূপদানের দায়িত্বে ছিলেন খড়গপুর আইআইটির অমিতাভ ঘোষ, ভাবনায় অনিরুদ্ধ সরকার। ২০’x ১৮’ স্থানজুড়ে পারফর্ম করা যাবে এই থিয়েটারে। মঞ্চের চারপাশে থাকছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, পাশাপাশি মঞ্চে অভিনেতা-অভিনেত্রী দের অভিনয় কে আরও জীবন্ত করে তুলতে বাস্তবের ছোঁয়া দিতে ৫০ টি লাইট প্রোজেকশনের বন্দোবস্তও করা হয়েছে। একসঙ্গে ৭০ জন দর্শক

গ্যালারিতে বসে নাটক দেখতে পারবেন তবে শুধু স্টুডিও থিয়েটারই নয়, একইসঙ্গে এখানে থাকছে সুসজ্জিত লাইব্রেরি, পুরুষ ও মহিলা শিল্পীদের জন্য পৃথক গ্রিন রুম, ফটোশুটের ব্যাকড্রপস, রিফ্রেশমেন্টের জন্য আর (‘R’) ক্যাফে-সহ ভালভাবে সময় কাটানোর আরও নানা ব্যবস্থা।ঊষা গঙ্গোপাধ্যায় ও রাজশ পাণ্ডের অনুপস্থিতিতে কীভাবে রঙ্গকর্মী এগোবে, তা নিয়েও সম্প্রতি আলোচনা করেন স্টুডিওর নবনির্মিত কার্যনির্বাহী দলের সদস্যরা।