দমদমের কুন্ডু বাগানে লোকনাথ সাহার উদ্যোগে ও কৃষ্ণ সাহার পরিচালনায় রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব

দীপক ঘোষ – দমদম
দমদমের কুন্ডু বাগান এ শ্রী লোকনাথ সাহার উদ্যোগে ও কৃষ্ণ সাহার পরিচালনায় রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব পালন করা হলো। রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা। তারই মধ্যে গত ৩০শে জুলাই থেকে শুরু হয়েছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা


উৎসব। তাই দমদমের কুন্ডু বাগানে লোকনাথ সাহার বাড়িতে অনুষ্ঠিত হলো ঝুলন যাত্রা উৎসব। এই ঝুলন যাত্রার উদ্যোক্তা শ্রী লোকনাথ সাহা তার ছেলে কৃষ্ণ সাহা। এইবার নিয়ে তাদের এই ঝুলন যাত্রা ১১তম বর্ষে পদার্পণ করলো জানালেন উদ্যোক্তা শ্রী লোকনাথ সাহা। বর্তমানে যে করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে শুরু করে আম ফানে বিধ্বস্ত বাংলা , কৃষ্ণের জন্ম, অতীতে মথুরার গ্রামের দৃশ্য, বর্তমান ও অতীতের


মানুষের জীবনে ঘটনা গুলো ঘটে চলেছে সেই সব দৃশ্য গুলো এবারে ঝুলন যাত্রায় তুলে ধরা হয়েছে। এই ঝুলন যাত্রার পরিচালক কৃষ্ণ সাহা রথের আগের দিন থেকে বহুসংখ্যক পুতুল দিয়ে সে অক্লান্ত পরিশ্রম করে ঝুলন যাত্রার প্রস্তুতি শুরু করে। বর্তমানে যে করো না সংক্রমণ চলছে তার জন্য তারা কাউকে ঝুলন যাত্রা দর্শনার্থীদের দর্শন করতে দিচ্ছে না, এবং সংবাদমাধ্যম ও টিভির কয়েকটি বিশেষ চ্যানেলে ও অনলাইনে


দেখার জন্য অনুরোধ করেন ঝুলন যাত্রার পরিচালক কৃষ্ণ সাহা। তাদের এই ঝুলন উৎসব চলবে আগামী ৪ঠা আগস্ট পর্যন্ত। বয়সে নবীন হলেও তার হাতের শিল্প সত্তার পরিচয় পাওয়া গেল তার নিজের হাতে

সাজানো ঝুলন যাত্রায়। এই করোনা আবহের মধ্যে নিজের হাতে পুরীর রথের অনুকরণে তৈরি করেন রথ। রথযাত্রা উৎসবের দিনে তার এই হাতে তৈরি রথ


দমদম এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করে। সবশেষে ঝুলন যাত্রার পরিচালক কৃষ্ণ সাহা নিউজবেঙ্গল অনলাইনের প্রতিনিধিকে জানালেন ভবিষ্যতে আমার ইচ্ছা আমার ঝুলন যাত্রা টা গ্রিনেজবুকে যেন নাম ওঠে। দমদমের কুন্ডু বাগান অঞ্চলে তাদের এই ১১ বছরের ঝুলন যাত্রা উৎসব অঞ্চলের মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে।