দমদম এ করোনা ও আমফানের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু

দীপক ঘোষ – দমদম
গত ৫ই জুন দমদম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও তার বিধানসভা এলাকায় বর্তমান পরিস্থিতি করোনা এবং আমফানের পরবর্তী সময়ের বিভিন্ন বিষয় নিয়ে ইন্দিরা ময়দান সংলগ্ন দমদম ক্লাব সমম্বয় কমিটির কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেদিনের উক্ত সাংবাদিক সম্মেলনে বিধানসভা এলাকায় করোনা ও আমফান এর পরবর্তী সময়ের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। বর্তমানে যে করণা ভয়াবহ রূপ ধারণ করেছে সেই সম্পর্কে ও ব্যাখা করেন, এবং করোনার আক্রান্ত সংখ্যা ও মৃত্যুর পরিসংখ্যান সম্বন্ধে ও বলেন। সাংবাদিক সম্মেলনে র সবশেষে করোনা থেকে মানুষের মুক্তি , সর্তকতা অবলম্বন, ও সচেতনতার বার্তা দেন তিনি। সেদিনের এই সাংবাদিক সম্মেলন দমদম বিধানসভা অঞ্চলে মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে দেয়।