দম দম এর রূপকার ব্রাত্য বসু ও সি আই সি প্রবীর পাল এর উদ্যোগে দক্ষিণ দম দম পৌর সভার ১৬নং ওয়ার্ড এ লক ডাউনে এলাকার নাগরিক বৃন্দের সুবিধার্থে মধ্যাহ্ন ভোজনের নবমতম দিন

দীপক ঘোষ – দমদম
মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে ও দক্ষিণ দম দম পৌরসভার সি আই সি প্রবীর পাল এর উদ্যোগে ১৬ নং ওয়ার্ডে এই মধ্যাহ্ন ভোজন আজ নয় দিন ধরে চলছে।
লক ডাউনে মধ্যাহ্ন ভোজনের প্রথম দিন থেকে তারা বিভিন্ন দিনে কমিউনিটি কিচেন সেন্টারে রান্না করা খাবার ভাত, ডাল, চিংড়ি মাছের তরকারি, ডিম ইত্যাদি প্রতিদিন ৬০০– ৭০০জন এলাকা বাসী দের মধ্যে বিতরণ করে যাচ্ছে। আজ নবমতম দিনে সিআই সি প্রবীর পাল এর নির্দেশে তারা ফ্রাইরাইস, চিলি চিকেন রান্না করা খাবার ১০০০জন এলাকা বাসীর মধ্যে বিতরণ করেন জানালেন ১৬নং ওয়ার্ডের প্রতিনিধি সন্দীপ দত্ত (নদো)। সবশেষে তিনি জানালেন আমরা এই কমিউনিটি কিচেন সেন্টার আজকেই শেষ নয় আমরা এটা চালিয়ে যাবো। আজকের এই সুস্বাদু তম খাবার এলাকা বাসীদের মনে যথেষ্ট সাড়া ফেলে দেয়।