দম দম শহর ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সেন শর্মার উদ্যোগে ভ্রাম্যমান রক্ত দান শিবির।

দীপক ঘোষ – দম দম
সম্প্রতি দম দম শহর ২ তৃণমূল যুব কগ্রেসের সভাপতি রাজু সেন শর্মার উদ্যোগে দক্ষিণ দম দম পৌর সভার ১২নং ওয়ার্ড সংলগ্ন পূর্ব সিঁথি কদম তলা বাজারে একটি ভ্রাম্যমান রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। সেদিনের এই ভ্রাম্যমাণ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজুসেন শর্মা সহ ১৭নং ওয়ার্ডের পৌরোমাতা মুন মুন চ্যাটার্জী ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গরা। এই ভ্রাম্যমান রক্ত দান শিবির টি প্রথমে কদমতলা বাজার থেকে শুরু করবে তারপর দম দম অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে রক্ত সংগ্রহ করবে।

বর্তমানে গ্রীষ্মকালীন যা চারিদিকে রক্তের সংকট দেখা দিচ্ছে তারই জন্য তাদের এই উদ্যোগ।
এই ভ্রাম্যমাণ রক্ত দান শিবির টিতে দম দম অঞ্চলে রক্ত দাতাদের যথেষ্ট উৎসাহ দেখা যায়। ভ্রাম্যমান রক্ত দান শিবির টি তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কলকাতার

লায়েন্স ক্লাব। এই ভ্রাম্যমান রক্ত দান শিবির টি দম দম অঞ্চলে রক্ত দাতা ও মানুষের মনে যথেষ্ট সারা ফেলে দিয়েছে।