দশ বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ডিএস রিসার্চ সেন্টার

সপ্তর্ষি সিংহঃ মারনরোগ ক্যান্সার দেশের বহু সংখ্যক মানুষ এখন এই রোগে আক্রান্ত। কিন্তু এখনও তেমন প্রতিরোধক চিকিৎসা শাস্ত্রে হাতের মুঠোয় আসেনি। বেসরকারী বিভিন্ন হসপিটাল এই রোগ নিয়ন্ত্রনের চেস্টা চালাচ্ছে। কিন্তু এর মাঝে খুশির খবর আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে কঠিন রোগ নিয়ন্ত্রনের দিশা দেখাচ্ছে ডিএস রিসার্চ সেন্টার। বিগত দশ বছর রাজ্যের বহু মানুষকে আয়ুর্বেদিক পদ্ধতিতে ক্যান্সার চিকিৎসায় দিশা দেখাচ্ছে। বুধবার এই রিসার্চ সেন্টারের দশ বছর পথ চলা উদযাপন উপলক্ষ্যে চিকিৎসক অনির্বান ভট্টাচার্য বলছিলেন নিজেদের তৈরি ঔষুধের মাধ্যমে এখানে চিকিৎসারত মানুষদের পরিষেবা দেওয়া হয়। এদিন উপস্হিত রোগীরা নিজেদের অভিঞ্জতা তুলে ধরেন। শুধু চিকিৎসা পরিষেবা নয় পাশাপাশি এই রিসার্চ সেন্টারের সাথে জড়িত মানুষের ব্যবহার প্রসঙ্গ উল্লেখ করেন রোগীরা।