দুস্থ দরিদ্র মানুষ গুলির নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে অভিনেত্রী সুচন্দ্রা ভনিয়া

নিজস্ব প্রতিনিধি –
পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম তুলসীবাড়ি গ্রামে বসবাসকারী অধিকাংশ মানুষই বিপিএল তালিকাভুক্ত। দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করতেই উদয়াস্ত পরিশ্রম করেন তাঁরা। এদিকে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় দেশ জুড়ে চলছে লক ডাউন। দিন আনি দিন খাই মানুষগুলির জীবিকা বন্ধ। দুমুঠো অন্নের সংস্থান কোথা থেকে হবে, জানেন না তাঁরা। এইসমস্ত দুস্থ দরিদ্র মানুষগুলির কাছে তাঁদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে Just Studio’র উদ্যোগে পৌঁছলেন অভিনেত্রী প্রযোজক সুচন্দ্রা ভানিয়া। ‘প্রয়াস’ নামের এক মানবিক উদ্যোগের মধ্যে দিয়ে বিপন্ন এই সময়ে সমাজের প্রতি খানিক দায়বদ্ধতা পালন করল Just Studio। শুধু চিতারমা বা তুলসীবাড়িই নয় রাজ্যের এমন অনেক গ্রামে প্রয়োজন বেঁচে থাকবার জন্য একমুঠো খাবারের। সেই সব মানুষ যাতে অভুক্ত না থাকেন সেই ভাবনা থেকেই ‘প্রয়াস’ এর জন্ম। কিন্তু এটা মুখে বলা যতটা সহজ, কাজে করা ততটা নয়। তাই আমরা ‘প্রয়াস’ এর মাধ্যমে একটি ত্রাণ তহবিল গড়তে উদ্যোগী হয়েছি। একটা খুব কঠিন এবং বিপন্ন সময়ের মধ্যে আমরা সবাই। পৃথিবী ব্যাপী ছড়িয়ে

পড়েছে ‘করোনা’ নামক এক মারণ ভাইরাস। বিগত একশ বছরে এমন মহামারী কেউ দেখেনি। এই মহামারী রুখতে সারা পৃথিবী জুড়ে চলছে লক ডাউন। এক গভীর সমস্যার মুখে মানব জাতি। সমস্যা আরো গভীরে সেইসব অঞ্চলে যেসব অঞ্চল শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেখানকার যোগাযোগ ব্যবস্থাও ততোটাই অনুন্নত। লক ডাউনের জেরে স্তব্ধ হয়ে গিয়েছে সেখানকার মানুষেরও জীবন, জীবিকা। মারণ ভাইরাসের ছড়িয়ে পড়ার চেয়েও বেশি দুশ্চিন্তার মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় কর। এই কঠিন সময়ে আমাদের একজন সহনাগরিককেও আমরা অভুক্ত থাকতে দেবো না। জানলেন কর্ণধার,Just Studio ( অভিনেত্রী ) সুচন্দ্রা ভানিয়া।