October 27, 2021

দ্বিতীয় বর্ষে এক্সিলেন্সি সম্মান প্রদান

সপ্তর্ষি সিংহঃ

বর্তমান সময়ে সমাজে পুরুষদের পাশাপাশি মহিলারা কর্মক্ষেত্রে সমান তালে পারদর্শী। কিন্তু এখনও খবরের শিরোনামে উঠে আসে ধর্ষণ, হেনস্হা, অত্যাচার-এর মতো ঘটনা। কিন্তু এর পাশাপাশি সমাজে নিজ গীনে প্রভাব বিস্তাকারী কিছু মহিলাদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সম্মান জানালো এস সি কমিউনিকেশন। শনিবার সন্ধ্যায় পার্কস্ট্রীটের অক্সফোর্ড বুকস্টোরে এস সি কমিউনিকেশনের ফাউণ্ডার সঙ্গীতা চক্রবর্তী উই ওম্যান এক্সিলেন্সি সম্মান প্রদান করল সাত জন বিশিষ্ট মহিলাকে। কেউ জড়িত অভিনয় জগতের সঙ্গে আবর কেউ জড়িত সামাজিক কর্মকাণ্ডে। পেশার টানে কেউ সাংবাদিকতার মাধ্যমে নিজেকে তুলে ধরেছেন আবার সঙ্গীতের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সায়নী পালিত। এদিন বিশিষ্ট সাহিত্যিক সুবোধ সরকারের উপস্হিতিতে কৃষ্ণা পাইন, সাংবাদিক শর্মিলা মাইতি, গায়িকা সায়নী পালিত, সমাজকর্মী সোহিনী শাস্ত্রী, অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি, লেখিকা অঞ্জুম কাটওয়াল ও উদ্যোগপতি স্বাতী সারাফকে সম্মান জানানো হল।

Total Page Visits: 188 - Today Page Visits: 1