নিউ জার্সির মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা থিয়েটার সংস্থা একতা (EKTA ) গ্রুপের নাটক “অপহরণ” নিয়ে ঘুরবে কলকাতায়

তনয় মন্ডল – কলকাতা
সম্প্রতি কলকাতার প্রেসক্লাবে হয়ে গেল নিউ জার্সির মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা থিয়েটার সংস্থা একতা (EKTA ) গ্রুপের নাটক অপহরণ – এর সাংবাদিক সম্মেলন। নিউ জার্সির মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের সর্বশেষ প্রেক্ষাগৃহের প্রযোজনা নিয়ে কলকাতায় ঘুরবে। নাটকটি লিখেছেন সুদীপ্ত ভৌমিক এবং পরিচালনা করেছেন সৌমেন্দু ভট্টাচার্য। এছাড়া অভিনয় করেছেন সুদীপ্ত ভৌমিক, সুরথ সিনহা,
সায়ন্তনী বসু দত্ত, কঞ্জজ চক্রবর্তী, কেশব চ্যাটার্জী, অর্পণ ভট্টাচার্য, সৌমেন্দু ভট্টাচার্য। একতা একটি অলাভজনক থিয়েটার সংস্থা যা উন্নয়নের জন্য নিবেদিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় শিল্প ও সংস্কৃতি প্রচার করে চলেছেন ।তারা তাদের নিজস্ব গল্প বলেন থিয়েটার এবং অন্যান্য পারফর্মিং আর্ট মিডিয়া মাধ্যমে। তাদের কিছু প্রযোজনা যেমন- “ফেরা”,
“কলসুদ্দি”, “দুর্ঘটানা”, “রন”, “রাজার চিঠি”, সত্যমেব “এবং” অনাহুত নাটকগুলি মন কেড়েছে থিয়েটারের প্রেমীদের। এবছর তারা তাদের নতুন নাটক অপহরণ নিয়ে আসছে কলকাতায়। নাটক অপহরণ মঞ্চস্থ হবে কলকাতার বেশ কিছু জায়গায়। যেমন- 1) ২৭শে ডিসেম্বর, সন্ধ্যা ৬:৩০ – সপ্তম তম জাতীয় থিয়েটার উৎসব,গোবরডাঙা সংস্কৃতি কেন্দ্র, গোবরডাঙা ২) ২৮ শে ডিসেম্বর, বিকাল ৩ টায় – দ্বাদশ গঙ্গা যমুনা থিয়েটার উৎসব আয়োজন করেছে
অনিক, চারুকলা একাডেমী, কলকাতা
৩) ২৯ শে ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬ টায় – টালিগঞ্জ ক্লাব, কলকাতা, ৪) 2 রা জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৬ টায় – মিনারভা থিয়েটার, উপস্থাপিত পূর্বা পাসচিম থিয়েটার গ্রুপ।