May 8, 2021

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম বর্ষ জন্ম জয়ন্তী পালন

মহন্ত দাশগুপ্ত- উত্তর ২৪ পরগনা

নৈহাটি ২৩ নং ওয়ার্ডে, ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে পালন করা হলো নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম বর্ষ জন্ম জয়ন্তী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকাল থেকে শুরু হয় কচি কাচাদের বসে আঁকো প্রতিযোগিতা। এরপর দুপুরে চলতে থাকে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে নর নারায়ন সেবা। বিকেলে ও সন্ধ্যায় শুরু হয় কম্বল দান ও গুনীজন সংবর্ধনা। মঞ্চে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক চট্টোপাধ্যায় ও যুব তৃণমূল কংগ্রেস

সভাপতি সনৎ দে কে সংবর্ধনা দেওয়া হয়। তারা বক্তব্যও রাখেন ওয়ার্ডের দুই কর্ণধারের প্রশংসা করে। সমগ্র প্রায় ১০০র বেশী মানুষকে দেওয়া হয় কম্বল। ৫০ জনেরও বেশী গুরুত্বপূর্ণ মানুষকে সংবর্ধনা দেওয়া হয় মঞ্চে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ডের দুই কর্ণধার গুপিনাথ ঘোষ ও তুষারকান্তী ঘোষ। সভা সঞ্চালনা করেন ড. সুব্রত সরকার।

Total Page Visits: 125 - Today Page Visits: 1