নেতা -মন্ত্রী ছাড়াই তপন দাশগুপ্ত’র জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হল

মহন্ত দাশগুপ্ত – উত্তর চব্বিশ পরগনা
হুগলি জেলার চুঁচূরায় বড় বাজার ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এবং রাজ্য সরকারের কৃষি বিপনন মন্ত্রি তপন দাশগুপ্তর উদ্যোগে, এবছরে ২০২০ তেই নেতা – মন্ত্রী ছাড়াই মা জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত করা হয় সাড়ম্বরে ও সক্রিয় ভুমিকা পালনের মাধ্যমে। এই জগদ্ধাত্রী পূজার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন ধরমপুর কালীমাতা আশ্রমের শ্রী দণ্ডীস্বামী মহারাজ। সঙ্গে ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত স্বয়ং। প্রতিমা বিসর্জনে বেশ কিছু এলাকায় পরিক্রমা করার পর গঙ্গায় মা জগদ্ধাত্রী প্রতিমাকে বিসর্জিত দেওয়া হয়। এই জগদ্ধাত্রী পূজায় মন্ত্রী তপন দাশগুপ্তকে বড়বাজার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা ছাড়াও সহযোগিতা করেন নিষেশ ঘোষ, দেবায়ন দাশগুপ্ত, অসীম মিশ্র, দিলীপ দাস, মিলন শীল সহ অন্যান্যরা।