September 23, 2021

“নৈহাটি প্রজাতন্ত্র দিবস উদযাপন কমিটির” উদ্যেগে অসহায় মানুষ দের ত্রাণের ব্যাবস্থা

নিজস্ব প্রতিনিধি –

“নৈহাটি প্রজাতন্ত্র দিবস উদযাপন কমিটি”র উদ্যোগে মে মাসের প্রথম সপ্তাহ থেকে লকডাউনে পড়ে যাওয়া ও অসুবিধা ভোগ করা মানুষগুলোর মধ্যে, বেশ কিছু অসহায় মানুষদের হাতে তুলে দেয়া হয় শুকনো খাদ্য সামগ্রী। এছাড়াও শারদীয়া উৎসবে মহালয়ার আগের দিন থেকে কালীপুজোর দীপাবলি পর্যন্ত বেশ কিছু

অসহায় মানুষের হাতে বস্ত্র হিসাবে, শাড়ি, ধুতি, নাইটি ও গেঞ্জি তুলে দেওয়া হয় বেশ কিছু মানুষের মধ্যে। আমাদের এই প্রজাতন্ত্র দিবস উদযাপন কমিটির মহতি কর্মকাণ্ডে যারা এগিয়ে এসেছিলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, তারা হলেন সমাজসেবী তথা প্রখ্যাত সাহিত্যিক সন্তোষ কুমার দাস ও সংস্থার সভাপতি তথা সহ- প্রতি ঋত্বিক শারদপ্রভা কুন্ডু মহাশয়। “নৈহাটি প্রজাতন্ত্র দিবস উদযাপন কমিটি”র এই কর্মকাণ্ড

ডিসেম্বর পর্যন্ত চলবে। যারা আমাদের এই কর্মকাণ্ডে এগিয়ে আসতে চান, তারা এগিয়ে আসতে পারেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, কারণ এই লম্বা লকডাউন এর জেরে মানুষের অসহায় অবস্থা ২০২১ সাল পর্যন্ত চলবে,কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা এখনও শোচনীয়। সকলে ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এ কথা জানান ক্লাব সদস্য শ্রী প্রশান্ত দাশগুপ্ত।

Total Page Visits: 301 - Today Page Visits: 1