নৈহাটি সন্নিধি’র রক্তদান শিবির মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে

মহন্ত দাশগুপ্ত – উত্তর ২৪ পরগনা
আধুনিক জীবনের চরমতম জীবন শৃংখলায় অবস্থান করেও যখন মানুষ বড় একা এবং অসহায় মনে করে, ঠিক সেই সময়টায় “নৈহাটি সন্নিধি”র সদস্যরা ক্রমশ সহজ- সরল জীবনযাপন ছেড়ে জটিল মানবসত্তার দিকে এগিয়ে মানব সেবায় নিয়োজিত হয়েছিল ২০১৫ সাল থেকে। ওই সময় থেকে নৈহাটি সন্নিধি মানুষের জীবনে সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও পুষ্টি সংস্কৃতি রক্ষা, দেশাত্মবোধ, সৌভ্রাতৃত্ব, নারীর মর্যাদা, শিশুর অধিকার, দুর্যোগ মোকাবিলা ও জন সচেতনতার প্রসারে কর্মযজ্ঞ চালিয়ে আসছে। ঠিক সেইভাবে আবার নতুন ভাবনায় “নৈহাটি সন্নিধি তাদের সংস্থার সপ্তম বর্ষ পূর্ণ হওয়ায় বর্ষপূর্তি হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও বৃক্ষে জলদান করে, রক্তদানের শুভ সূচনা করেছিলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তনুময় বসু ,সঙ্গে ছিলেন ঋষি

বঙ্কিমচন্দ্র কলেজের ইংরেজি বিভাগ -এর অধ্যাপক যশমিত সিংহ, রক্তদান আন্দোলনের অন্যতম পথিকৃৎ পরেশনাথ সরকার, নৈহাটি পৌরসভার পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য ভজন মুখোপাধ্যায়, “নৈহাটি সন্নিধি”র শুভাকাঙ্ক্ষী সঞ্জয় ঠাকুর সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। রক্ত সংগ্রহ করতে আসে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক। ৩৬ জন মানুষ রক্তদান করে অগ্রগতির পথে বাড়িয়ে দেয় “নৈহাটি সন্নিধি”র পথ চলার। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন সম্পাদক স্বরূপ কুমার দাস, সভাপতি বরুণ কুমার দে, কো-অর্ডিনেটর সৌমেন পাল, কোষাধক্ষ্য সপ্তর্শি চাটার্জী, চিফ মেন্টর- প্রসুন সাহা, কালচারাল সেক্রেটারি রামা রাও, মহিলা সদস্যদের প্রধান প্রিয়াঙ্কা ঘোষ সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি সম্পাদক সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ। সঞ্চালনায় ছিলেন তরুণ পোদ্দার। এদিন প্রতিবেদককেও সম্মানিত করা হয়।