পরিবেশ বাঁচাও বার্তা নিয়ে সেজে উঠছে নিষিদ্ধপল্লীর মন্ডপ

সপ্তর্ষি সিংহঃ
শহরের বুকে উত্তর কলকাতার মসজিদ বাটি স্ট্রীটের সুপরিচিত নাম নিষিদ্ধপল্লী, আবার অনেকের কাছে পতিতাপল্লী। বারোমাস ৬৫ হাজারের বেশী মহিলার দিন কাটে স্যাঁতস্যাঁতে ঘরে। শহরের নাগরিক কোলাহল মেতে ওঠে বাঙালির উৎসব দূর্গাপূজো উপলক্ষ্যে, ঠিক সেই সময় আনন্দ মূহুর্ত থেকে দূরে থাকতে হত সমাজের যৌনকর্মীদের। কিন্তু উৎসবের ভাগীদার হওয়ার সমান অধিকার রয়েছে তাঁদের। আর পাঁচটা মহিলার মতো তাঁরাও মায়ের পূজোয় অংশ নিতে ২০১৩ সালে যৌনপল্লীতে শুরু হল দূর্গা পূজো। কিন্তু তাতেও পড়ল বাধা, হাইকোর্টের রায় অনুযায়ী ৮/১২ মাপের সীমিত জায়গায় পূজোর অনুমতি পাওয়া গেল। বিগ বাজেটের পূজো নয় কিন্তু চারটে দিন খুশিতে মেতে উঠতে স্বল্প বাজেটে পূজোর সাজে সেজে ওঠে সোনাগাছি চত্বর। যৌনপল্লীর মহিলাদের সংগঠন দূর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে স্বল্প পরিসরে নিজেদের থিমে সাজিয়ে তুলছে। এই বছর ওই এলাকার এক থিম শিল্পীর হাতে পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে সেজে উঠবে মন্ডপ। মূলত চিত্র অঙ্কনের মাধ্যমে ফুটে উঠবে জল অপচয় নয়, গাছ লাগান প্রান বাঁচান। সমাজের সভ্য নাগরিকদের পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন বার্তা দিতে স্বল্প বাজেটে এই থিমের ভাবনা বলে জানান থিমশিল্পী।