September 19, 2021

পশ্চিমবঙ্গ জ্যোতিষ একতা মঞ্চে ও গুরুজি শ্রী বিনয় মহারাজ এর পক্ষ থেকে তারাপীঠ মহাশ্মশানে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি –

সমাজসেবী গুরুজি শ্রী বিনয় মহারাজ ( তারাপীঠ তপবন এর প্রতিষ্ঠাতা ) ও পশ্চিমবঙ্গ জ্যোতিষ একতা মঞ্চের যৌথ উদ্যোগে তারাপীঠ মহাশ্মশান প্রায় ১০০ জন সাধু-সন্ন্যাসী দের মুখে পরার মাস্ক বিতরণ করা হয় সম্প্রতি। সরকারি সব ধরনের নিয়ম মেনে ই

পুরো অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তপবনের অন্যান্য সদস্যবৃন্দ যথা আচার্য রঞ্জিত আনন্দ, মৃত্যুঞ্জয় ভারতী, নিশা ধাওয়ান, শান্ত মণ্ডল, মৌমিতা আচার্য, শুভ সাউ,  সোনাই শাস্ত্রী, প্রমূখ।                  

Total Page Visits: 167 - Today Page Visits: 1