January 24, 2021

পশ্চিম মেদিনীপুর জেলার শ্রী শ্রী সত্য সাঁই বাবার ৯৪ তম জন্ম দিবস উদযাপন

ডি, গিরি – পশ্চিম মেদিনীপুর

২৩ শে নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ৪ নং ব্লকের অন্তর্গত শালিকোঠা গ্রামে শ্রী শ্রী সত্য সাঁই বাবার ৯৪ তম্ জন্মদিন উ্দযাপন হল। বিগত ১৫ বছর ধরে অনুষ্ঠানিক করে ভক্তবৃন্দরা এই অনুষ্ঠান টি সুসজ্জিত করে তোলেন। সারাদিন ধরে প্রায় ৩৬ ঘণ্টা ব্যাপী পুজো অচ্চনা করা হয়। ঘট তোলন,

পূজা,মন্ত্রোচ্চারণ , শঙ্খ – কাসর ধ্বনি ,হোম -যজ্ঞ , বাবার ১০৮ নাম ও ভজন গান ,এই সঙ্গে প্রায় কয়েক হাজর জন কে প্রসাদ সেবন ও করানো হয়। এই

অনুষ্ঠানটি প্রারম্ভ থেকে সমাপ্তি পর্যন্ত দেখাসোনা ও দায়িত্ব সঠিক ভাবে পালন করেন সত্য সাঁই সমিতির কনভেনার শ্রী পঙ্কজ দাস অধিকারী, শ্রী শুকদেব গিরি, শ্রী রবীন্দ্র দাশ, শ্রীমতী ইন্দ্রাণী গিরি, শ্রী রাধাকৃষ্ণ

কুইলা, শ্রী জগন্নাথ জানা ও সমস্ত ভজন মন্ডলীরা। ওই সঙ্গে ওই দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা শ্রী দেবাশিস গিরি মহাশয়।

Total Page Visits: 343 - Today Page Visits: 1