October 17, 2021

পুজোয় মন ভরাচ্ছে রেডিও ঋদ্ধি

সৈকত হালদার – কলকাতা

পুজোয় বাঙালির মন ভরাতে বাজারে এসেছে রেডিও ঋদ্ধি. এটা একটা রেডিও এপ. বিশেষ সফটওয়ারের মাধ্যম কাজ করে. সফটওয়ার পরিচালনা করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুত্তি. আপনার হাতে এন্ড্রয়েড ফোন থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেডিও শুনতে পাবেন. সারাদিন এই রেডিও শোনা যাবে যে কোনো দূরত্ব থেকে. খবরের পাশাপাশি রয়েছে গান বাজনা আলোচনা বিতর্ক নাটক শিক্ষা সহ যাবতীয় সব বিষয়. এবার পুজোয় রেডিও ঋদ্ধি তে শিল্পী শুভাপ্রসন্ন, ওয়াসিম কাপুর বলবেন নিজেদের বেড়ে ওঠার কাহিনী. সুস্থ থাকলে অভিনেত্রী মুনমুন সেন, পাপিয়া অধিকারী বলবেন টলিউডের কথা. থাকছে দেশি ও বিদেশী খেলোয়াড়দের কথা. বন্যপ্রাণী বাঁচানোর জন্য রেডিও ঋদ্ধি র অভিনব প্রয়াস চড়াই ওব্যাঙ. থাকছে বেড়ানোর কাহিনী -কোথায় গেছি, কোথায় যাচ্ছি. শিশুদের জন্য থাকছে আমার ছেলেবেলা ও মেয়েবেলা. এই রেডিও এপ এল সুশান্ত চন্দ্রের হাত ধরে. তিনি দীঘদিন আকাশবাণীর কথিকা বিভাগে ও কলকাতা দূর দর্শনে জড়িত ছিলেন. সুশান্ত জানান, করোনা পরিস্থিতে লোকের রেডিও শোনার আগ্রহ অনেক বেড়েছে. আমরা রকমারি অনুষ্ঠানে র মাধ্যম বাঙালির নিজস্ব শিকড় কে তুলে ধরার চেষ্টা করবো. রেডিও ঋদ্ধি র স্টেশন ম্যানেজার মালা চন্দ্র জানান, রেডিও ঋদ্ধি জনগনের রেডিও. এখানে যে কেউ শত সাপেক্ষে অংশ নিতে পারেন. পুরোনো দের পাশাপাশি আমরা নতুনদের তুলে ধরব. শ্রোতাদের সব সময়ে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো. সংস্কৃতি গতিশীল. এগিয়ে চলাই জীবন.

Total Page Visits: 516 - Today Page Visits: 2