March 9, 2021

পোডিয়ামের শীর্ষস্হানের লক্ষ্যে বিশ্বের অলিম্পিয়াডরা

নিজস্ব প্রতিনিধিঃ

ফাইলুনা মাতাঙ্গা তিলোত্তমার সঙ্গে সম্পর্ক বছরদু’য়েকের। তানজানিয়ার ছোটখাটো চেহারার এই দৌড়বিদকে দেখে বোঝার উপায় নেই ইনি ম্যারাথন রানার। ২০১৭ ও ২০১৮ টিএসকে 25k-তে মহিলা এলিট বিভাগে পোডিয়াম ফিনিশ করেছিলেন বছর সাতাশের দৌড়বিদ। মাতাঙ্গাকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত ইথিওপিয়ার বির্কে দেবেলে। চলতি বছর মুম্বই ম্যারাথনে তৃতীয় স্হানাধিকারী দেবেলের এবার লক্ষ্য কলকাতায় পোডিয়াম ফিনিশ করা। এছাড়াও ২০১৯ রিগা ম্যারাথনে পোডিয়াম টপে শেষ করেছেন তিনি। মহিলা এলিট লিস্টে এছাড়াও উল্লেখযোগ্য নাম বাহরিনের তেজিতু দাবা, ইথিওপিয়ার গুতেনি শোন।
পুরুষদের এলিট বিভাগে রয়েছে এমন কিছু নাম যাদের গ্লোবাল চ্যাম্পিয়নশিপে রয়েছে পোডিয়াম ফিনিশের নজির। তেমনই উল্লেখযোগ্য নাম ইথিওপিয়ার তারিকু বেকেলে হাজির ছিলেন এদিনের সাংবাদিক সম্মেলনে। কিংবদন্তি কেনেনিসা বেকেলের ভাই তারিকুর গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ছাড়াও রয়েছে ২০১২ লন্ডন পিকে ১০,০০০ মিটারে পদকজয়ের নজির। এছাড়াও পুরুষদের এলিট তালিকায় রয়েছেন লিওনার্দ বারোস্তোন। গ্লোবাল চ্যাম্পিয়নশিপে পদকজয়ী কেনিয়ার এই ম্যারাথন রানারও কলকাতা 25k-তে পোডিয়াম ফিনিশের লক্ষ্যে।

Total Page Visits: 163 - Today Page Visits: 1