প্রগেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর তৃতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন কলকাতায়

তনয় মন্ডল – কলকাতা
প্রগেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর তৃতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল মৌলালি যুব কেন্দ্রে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখার্জী, রাজ্য সভার সাংসদ শুভাশিস মুখার্জী, পূর্ণেন্দু বসু ও প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার এসোসিয়েশন

কমিটির সেক্রেটারি সুব্রত ঘোষ, ভাইস প্রেসিডেন্ট শিবু বিশ্বাস, ট্রেজারার অনন্ত নন্দী ও আরও অনেকে। এই সংগঠনের পক্ষ থেকে সরকারকে কিছু দাবি এস করে যেমন সমকাজে সমবেতন, সমযোগ্যতায় সম পদনাম, ইঞ্জিনিয়ারদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল কাউন্সিল এবং বার কাউন্সিল এর মত ইঞ্জিনিয়ারিং কাউন্সিল গঠন করা ইত্যাদি। প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি বলেন এই

সরকারের আমলে আমরা সাব -ইঞ্জিনিয়ার থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ার পদনাম অর্জন করেছি সেই জন্য এই সরকারকে ধন্যবাদ জানাই। আশা রাখি আমাদের অধিকার গত ও আর্থিক দাবি পূরণ করবে।