প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে এগিয়ে এল সার্থক এডুকেশনাল ট্রাস্ট

সাধনা মিস্ত্রি , কলকাতা
ইস্ট জোনের রিজিওনাল অ্যাবিলিপিক্স – এর ১৯ তম সংস্করণ আয়োজিত হয় কলকাতার ইনস্টিটিউট অফ ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট এ ৯ -১০ ই আগস্ট ২০১৯। পরিবেশনায় ন্যাশনাল অ্যাবিলিপিক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NAAI) ২০০৮ সাল থেকে এর শুরু । কলকাতায় সার্থকের যাত্রা দুবছর পূর্ণ হল । সার্থক ও ন্যাশনাল অ্যাবিলিপিক্স অ্যাসোসিয়েশন এই দুই বছরে ১০০০ প্রতিবন্ধী মানুষের কাছে পৌঁছে গেছে। ৫০০ জন প্রতিবন্ধীকে কাজের সুযোগ করে দিয়েছে।

এমনকি ১২-১৪ টি কোম্পানি সার্থক এর সাথে মিলিত হয়েছে। সার্থক এডুকেশনাল ট্রাস্ট এর CEO , ড: জিতেন্দ্র আগরওয়াল এর মতে, তাদের উদ্দেশ্য হল বিভিন্ন সক্ষম ব্যক্তিদের বৃত্তিমূলক দক্ষতার সরবরাহ করা এবং তাদের সফল ভাবে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। আদমশুমারি তথ্যে দেখা গেছে যে জনগণের মধ্যে বেকারত্বের হার ৬৩% এর বেশি এবং তাদের মধ্যে প্রতিটি দ্বিতীয় ব্যক্তি নিরক্ষর । তাদের একমাত্র উদ্দেশ্য হলো প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি যাতে সফল ভাবে কর্মসংস্থানের সুযোগ পায় সেদিকে নজর দেওয়া।