September 19, 2021

প্রায় ১৪৫ দিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিসের ব্যবস্থা করে আসছেন দুস্থদের জন্য রাউন্ড “টেবিল ইন্ডিয়া”

নিজস্ব প্রতিনিধি –

বর্তমান সময়ে দাড়িয়ে বহু মানুষই নানা কারণে কিডনির সমস্যায় ভুগছেন। আর কিডনির সমস্যায় ভুক্তভুগি মানুষদের ডায়ালিসিস করা খুবই প্রয়োজনীয়। কিন্তু মধ্যবিত্ত মানুষ বা আর্থিকভাবে স্বচ্ছল নয় সেই সমস্ত মানুষদের পক্ষে অর্থাভাবে কিডনির সমস্যার জন্য ডায়ালিসিস করানো সম্ভবপর হয়ে ওঠে না। “রাউন্ড টেবিল ইন্ডিয়া ১১৩” এই সমস্ত মানুষের

সুবিধার্থেই একটি অভিনব পদক্ষেপ গ্রহণ করেন। তারা ১৪৫ দিন ধরে মানুষকে বিনামূল্যে ডায়ালিসিসের পরিষেবা দিয়েছেন। এখনও পর্যন্ত ৪৫০০ মানুষকে পরিষেবা দিয়েছেন। “রাউন্ড টেবিল ইন্ডিয়া ১১৩”

প্রতিমাসে একবার সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস করানোর ব্যবস্থা করে থাকেন। তবে এখন থেকে তাঁরা মাসে ৩বার এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছেন। রাউন্ড টেবিল ইন্ডিয়া ১১৩-র প্রেসিডেন্ট মোরিয়া

ফিলিপ, রাউন্ড টেবিল ইন্ডিয়া ১১৩-র চেয়ারম্যান সৌরভ দনওয়ার এবং এই সংস্থার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতেই ডায়ালিসিসের পরিষেবা দেওয়া হয়।

Total Page Visits: 216 - Today Page Visits: 1