প্রয়াত বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা তাপস পাল

নিজস্ব প্রতিনিধি – কলকাতা
প্রয়াত বাংলা ছবির একসময়ের জনপ্রিয় অভিনেতা তাপস পাল।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরেই ভর্তি ছিলেন অসুস্থ অভিনেতা। তার এই অকাল প্রয়ানে শোক স্তব্ধ টলিউডের শিল্পী মহল।
তরুণ মজুমদারের হাত ধরে মাত্র বাইশ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন । তার অভিনীত ‘দাদার কীর্তি’ ছবি বক্স অফিসে প্রবলভাবে সফল এবং সেই ছবি রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয় তাঁকে। বাণিজ্যনগর মুম্বাইতে মেয়ে সোহিনীর সঙ্গে দেখা করতে যান তিনি। তারপর আর শহরে ফেরা হলো না ‘দাদার কীর্তি’ ছবির কেদাররের ।‘দাদার কীর্তি’ ছবির পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবি ‘সাহেব’, ‘ভালবাসা ভালবাসা’, ‘গুরুদক্ষিণা’, ‘মায়া মমতা’, ‘সুরের ভুবনে’, ‘সমাপ্তি’, ‘উত্তরা’, অনুরাগের ছোঁয়া ইত্যাদি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করে মাতিয়ে রাখেন দর্শকদের।‘সাহেব’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়াও বলিউডে মাধুরী দীক্ষিতের প্রথম ছবি ‘অবোধ’-এ তাঁর নায়ক ছিলেন তাপস পাল। অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি রাজনীতিতে ঢুকে পড়েন সাংসদ ও হয়েছিলন কিন্তু তাঁর রাজনৈতিক কেরিয়ার বেশিদূর এগোয়নি। তারপর ২০১৬ সালে রোজভ্যালি চিটফান্ড কান্ডে জড়িয়ে পড়েন অভিনেতা। এর পরেই গ্রেফতার হন পুলিশের হাতে। তাঁর অভিনীত শেষ কয়েকটি ছবি ‘আটটা আটের বনগাঁ লোকাল’, ‘চ্যালেঞ্জ ২’, ও ‘খিলাড়ি’। নিউজ বেঙ্গল অনলাইন এর টিমের পক্ষে থেকে রইল তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তার আত্মার শান্তি কামনা করি।