পড়ুয়াদের কাছে দক্ষিণ ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান এর সুযোগ

সপ্তর্ষি সিংহঃ
বর্তমানে কলকাতা তথা রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা ক্রমশ কমছে। পড়ুয়ারা অন্যান রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কে বেছে নিচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা থাকায়। দক্ষিণ ভারতীয় বেসরকারী দুই শিক্ষা প্রতিষ্ঠান চলতি বর্ষের ছাত্রছাত্রীদের জন্য পড়ুয়াদের প্রবেশিকার বিষয় নিয়ে বিস্তৃত জানান। বৃহস্পতিবার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কলকাতার এক পাঁচতারায় আয়োজিত সাংবাদিক বৈঠকে জানানো হয় দক্ষিণ ভারতের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল শিক্ষায় ইউনি-গজ ও কম ডেক তে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ। এদিন সাংবাদিক বৈঠকে উপস্হিত ছিলেন পি মুরলিধর ও এস কুমার। এদিন সাংবাদিক বৈঠকে জানান, ২০১৪ সালে দুই শিক্ষাপ্রতিষ্ঠান যৌথ ভাবে পথ চলা শুরু করে। প্রতি বছর এই রাজ্যের প্রায় ২০০০ ছাত্রছাত্রী প্রবেশিকা পরীক্ষায় অংশ নেয় তার মধ্যে ৭০ শতাংশ কলকাতার। আসানসোল, হাওড়া, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, শিলিগুড়িতে ৭টি সেন্টার রয়েছে। মূলত দেশের তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে কাজের সুযোগ থাকায় কোর্স শেষের পর চাকরির ব্যবস্হা থাকছে। ১৫৮টি শহরে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ৪০০ সেন্টার রয়েছে। এছাড়াও ১৯০ ইন্সটিটিউশন ও ৩১টি ইউনিভার্সিটি রয়েছে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরীক্ষার্থীরা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। চলতি বর্ষের আগামী ১৭ এপ্রিল পর্যন্ত অনলাইন পদ্ধতির মাধ্যমে পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে।