পড়ুয়াদের রোজগারের দিশা দেখাচ্ছে পৈলান গ্রুপ

সপ্তর্ষি সিংহঃ
পড়াশুনা করতে করতে যাতে ছাত্ররা সীমিত অর্থ উপার্জন করতে পারে সেজন্য ‘পৈলান গ্রপ অফ ইনস্টিটিউশন’ এক কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির নাম ‘Earn while you Learn’. শুক্রবার প্রেসক্লাবে এই কর্মসূচির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর ভিমানি, রীতা ভিমানি, অভিনেত্রী চৈতি ঘোষাল এবং ‘পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট ও টেকনোলজি’র ডিরেক্টর অয়নাংশু সরকার অন্যান্যরা। সংস্থার পক্ষ থেকে বলা হয় এই ধরনের কর্মসূচি

পশ্চিমবঙ্গে এই প্রথম। প্রসঙ্গত ‘পৈলান গ্রপ অফ ইনস্টিটিউশন’ এর অন্তর্ভুক্ত ‘হোটেল ম্যানেজমেন্ট’, ‘হসপিটাল ম্যানেজমেন্ট’, ‘ট্রাভেল এন্ড ট্যুরিজম’, ‘মিডিয়া সায়েন্স’ এবং ‘অপটোমেটিক’ কোর্স এর ছাত্র ছাত্রীরা এই কর্মসূচির আওতায় আসতে পারবেন। ডিরেক্টর অয়নাংশু সরকার আরও বলেন, এর ফলে অনেক গরীব ঘরের মেধাবী ছাত্র-ছাত্রীদের সামনে এই সমস্ত কোর্স করতে করতেই উপার্জনের রাস্তা খুলে যাবে।