ফের বলিউড এ শোকের ছায়া আজ প্রয়াত হলেন অভিনেতা ঋষি কাপুর

দীপক ঘোষ – কলকাতা
আজ বলিউডের বড় অভিনেতা কে হারালো চলচিত্র জগৎ। অভিনেতা ইরফান খানের মৃত্যুর ঘটনার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি বলিউড। ঠিক তার পরের দিনই ভারতীয় চলচিত্র জগৎ বড় ধাক্কা খেলো এই ধাক্কায় গোটা বলিউড আজ শোকে আচ্ছন্ন। আজ সবাই কে ছেড়ে চলে গেলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কাপুর। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৬৭ বছর। অত্যন্ত সংকট জনক অবস্থায় বুধবার ই তাকে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর গত কাল রাত থেকেই গুরুতর তিনি অসুস্থ হয়ে পড়েন। মুম্বাইয়ের HN রিলায়েন্স হসপিটালে আই সি ইউ তেই রাখা হয়েছিল এই প্রবীণ অভিনেতাকে। লক ডাউনের সময় সোশ্যাল মিডিয়াতে ও বেশ সক্রিয় ছিলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। ২০১৮ সালে তার ক্যানসার ধরা পরে তারপরেই তাকে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন এই বলিউড অভিনেতা। দেশে ফেরার পর তার শরীরে অবস্থার অবনতি হতে থাকে, এবং শরীর বেশি খারাপ হওয়ার দরুন তাকে ফেব্রুয়ারি মাসে ফের তাকে হাসপাতালে ভর্ত্তি করতে হয়। বর্তমানে এই প্রবীণ অভিনেতা মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিট এ চিকিৎসাধীন ছিলেন।
তাকে হাসপাতালে ভর্ত্তি করার পর তার শারীরিক অবস্থা গুরুতর আকার ধারন করে, আজ তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে যাওয়া পরই বলিউডের চলচিত্র জগৎ তে শোকের ছায়ায় নেমে পরে। শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।