বলিউড ছবি “হ্যাপি হার্ডি এন্ড হীর” এর প্রচারে কলকাতায় হিমেশ

তনয় – কলকাতা
সম্প্রতি হোটেল হিন্দুস্তানে হয়ে গেল হিমেশ রেশমিয়ার আপকামিং হিন্দী মুভি “হ্যাপি হার্ডি এন্ড হীর ” এর সাংবাদিক সম্মেলন. এটি একটি রোমান্টিক লাভ স্টোরি. ছবিটি প্রডিউস করেছেন দ্বীপশিখা দেশমুখ ও সবিতা মানকচাঁদ. পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন রাকা। “হ্যাপি হার্ডি এন্ড হীর” ছবিটি মুক্তি পেতে চলেছে 3rd জানুয়ারি, 2020। অভিনয় ও

মিউজিক করেছেন সংগীত শিল্পী কম্প্রজার এবং অভিনেতা রকস্টার হিমেশ রেশমিয়া ও সোনিয়া মনন এছাড়া আরও অনেকে। এই প্রথম বার হিমেশ রেশমিয়া ডবল চরিত্রে অভিনয় করেছেন।
হ্যাপি, হার্ডি ও হীর এদের তিনজনের নিয়ে একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প। ছবিটির শুটিং হয়েছে uk তে, ছবিতে অনেক গুলি গান আছে তার মধ্যে “তেরি মেরি কাহানি” এবং “আশিকী মেই তেরি “গান গুলি যথারীতি হিট হয়েছে ইতি মধ্যেই। এবং বাংলার রানু মণ্ডল ও এই ছবিতে গান গেয়েছেন।