October 17, 2021

বসন্তের অবিরে মাতলো তুলির টানে র ছাত্র ও ছাত্রী রা

নিজস্ব প্রতিনিধি –

তুলির টানে র প্রাঙ্গনে আজ বসন্ত উৎসব পালিত হোলো একটু অন্যরকম অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও বলা হয় থাকে যাদের তাঁদের নিয়ে, এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে এসেছিল বিহঙ্গ. যারা আজ ১০ বছরে পা দিলো. বীথি চ্যাটার্জী ও তরুণ চক্রবর্তী হাত ধরে ওদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু. অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসাবে স্বনামধন্য প্রেস ফটোগ্রাফার শ্রী মৃত্যুঞ্জয় রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান এর আসল আকর্ষণ ছিল এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা, যেখানে মেন্টাল রিটার্ডেট অটিস্টিক স্পেসিফিক লার্নিং ডিসএবলড ও শ্রবণ প্রতিবন্ধী বাচ্চাদের

সমারোহ.পরে বসন্ত উৎসবে সকলে মেতে উঠলো রনদীপ এর গান অভূতপূর্ব কিছুক্ষনের জন্যে নানা রং এর ছোয়ায় সবাই মেতে উঠেছিল। অতিথি র আসনে সৃষ্টিধর সাঁতরা মহাশয় ও ছিলেন তুলির টানের বাচ্চারা খুব ই আনন্দিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। তুলির টানের কর্ণধার নুপুর মুখার্জী বললেন সমাজের উদ্দেশ্যে যে এরা ই শুধু স্পেশাল না সকল শিশুই তাঁর অভিভাবক এর কাছে বিশেষ আমরা এদের কে বলবো একটু অন্যরকম শিশু. তাই এদের বিশেষ

চাহিদা গুলোর দিকে বিশেষ ভাবে নজর রেখে সমাজে চলার উপযোগী করে তুলতে হবে. এটা আমাদের সবার সামাজিক দায়ীত্ত্ব।

Total Page Visits: 435 - Today Page Visits: 2