বসন্ত উৎসব পালন আমরা চিত্রপ্রেমী ফটোগ্রাফি ক্লাবের

নিজস্ব প্রতিনিধি –
আমরা চিত্রপ্রেমী বসন্ত উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়ে গেল শ্যামবাজার শ্যামপার্কে। ১৪ ই মার্চ ইতিমধ্যেই তা সকল চিত্রপ্রেমীর মধ্যে সাড়া ফেলেছে, বসন্তের আবিরে রঙিন হয়ে ওঠে শ্যামপার্কের প্রতিটি অংশ ছোটো থেকে

বড়রাও অবিরে খেলাই মেতে ওঠেন। বসন্ত উৎসবেউপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী তালবাদ্যকার পন্ডিত মল্লার ঘোষ মহাশয়, বিশিষ্ট বাচিক শিল্পী মল্লিকা ঘোষ মহাশয়া ডঃ অরিজিত নিয়োগী শ্রী রমেন কুমার পাল, চন্দ্রিকা কীর্তনীয়ার উপস্থিতি উৎসবকে

সাফল্যমন্ডিত করে তোলে। এছাড়াও উপস্থিত ছিলেন সুমন সর্দার,পিয়স্ দাস (মেম), স্নেহা, জয়ন্ত দত্ত, রাজীব মুখার্জি এবং আরও বিশিষ্ট অতিথি বৃন্দ। ঝংকার কলেজ অফ কালচারের কর্ণধার শিবানী কুন্ডু সাহা মহাশয়ার ততত্তাবধানে একটি নৃত্য পরিবেশিত হয়, যা এই উৎসবে আরও একটি

স্বর্নপালক যোগ করে ঝংকার কলেজ অফ কালচার তাদের নৃত্য ডালি সাজিয়ে দেয়, যার কোরিওগ্রাফার ছিলেন শিবানী কুন্ডু সাহা মহাশয়া এই নৃত্যের ভাষ্যপাঠে ছিলেন সম্মানীয় বাচিক শিল্পী গৌতম পাল। সমগ্র

অনুষ্ঠানের পরিচালনায় ছিল আমরা চিত্রপ্রেমী সংগঠন।