October 17, 2021

বাংলা নববর্ষে নতুন পোশাক এর পাঞ্জাবীর ডিজাইন নিয়ে হাজির প্রমিত

নিজস্ব প্রতিনিধি –

এই বছর নববর্ষে কিধরনের ডিজাইনের পোশাক বানালেন সুপরিচিত ডিজাইনার প্রমিত মুখার্জি ? তার সাথে একন্তে সাক্ষাত্কারে নিউজবেঙ্গল অনলাইন মিডিয়ার প্রতিনিধি তিনি বলেন প্রতি বছর এর মতন এই

বছর ও আমি নতুন কিছু ভাবনা নিয়ে এসেছি, কিন্তু এই করোনার দ্বিতীয় ওয়েভের সময় আমরা আবার মূলত ভয় ভীত। কিন্তু তার মধ্যে থেকেও আমাদের

লড়াই করে যেতে হবে নিজেদের কাজ কর্ম করতে হবে। এবং করোনা বিধির সকল নিয়ম মেনে চলতে হবে। তাই বাংলার নতুন বছরের নতুন ডিজাইনের খাদি কাপড়ের হালকা ডিজাইন পাঞ্জাবী সাথে ম্যাচিং ডিজাইনের ধুতি। সাথে যেটা আমি করছি ৩ লেয়ের বিশিষ্ঠ ম্যাচিং

কাপড়ের মাস্ক টাও বানিয়ে দিচ্ছি এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছেনা । আমাদের লক্ষ্য সবাই যেনো মাস্ক পড়তে পারে আর সুস্থ থাকতে পারে এটাই এখন একমাত্র বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। মেয়েদের

জন্য কটন সিল্ক, কেলারা কটন , চিফন কাপড়ের ওপর এম্বডায়েরীর ডিজাইন থাকছে সাথে আবার ম্যাচিং মাস্ক ও থাকছে , গরমে পড়ার জন্য রেগুলার খাদি কাপড়ের , লিনেন, অ্যান্ড কটন হালকা কাজের ওপর শর্ট এবং লং কুর্তি থাকছে চিকন কাজের ওপর। আপনাদের আরো

সুন্দর র পারফেক্ট করা যায়। আমদের এই কঠিন পরিস্হিতির মধ্যে থেকেও আপনার জন্য নিত্য নতুন ডিজাইন ভেবে চলেছি আপনারা এই ভাবেই আমাদের পাশে থাকবেন অনেক ধন্যবাদ জানান সকলকে এবং নিউজবেঙ্গল অনলাইন মিডিয়াকে। নববর্ষ সকলের খুব ভালো কাটুক।

Total Page Visits: 381 - Today Page Visits: 2