রিষড়া বাঙ্গুর পার্ক দুর্গোৎসব কমিটি রজত জয়ন্তী বর্ষে পা রাখলো

সোমনাথ সাহা , রিষড়া
বাঙ্গুর পার্ক দুর্গোৎসব কমিটির রজত জয়ন্তীর বর্ষের খুঁটি পুজো হলো ১৮ শ্রাবন রবিবার, উপস্থিত ছিলেন পুজো কমিটির সমস্ত সদস্য আর এলাকার গণ্য মান্য জনেরা। রিষড়া স্টেশন পূর্ব পারে থেকে ১০ মিনিট হাটা পথে বাঙুর পার্ক দুর্গোৎসব কমিটির এই মন্ডপ এই বছর রজত জয়ন্তী বর্ষ পালন করতে চলেছে এই ক্লাব। কলকাতার পুজো গুলিকে থিম এর টক্কর দিতে রিষড়া অঞ্চলে এক অভিনব মন্ডপ দিতে চলেছে এই ক্লাব। পুজোর প্রথম দিন থেকেই অথাৎ পঞ্চমীর থেকে রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে ও সাধারণ মানুষ এর জন্যে ভোগ বিতরণ আর ১৫ অগাস্ট বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

জানন কমিটির সদস্য শ্রী অভিজিৎ বরাট । খুঁটি পূজার দিন উপস্থিত ছিলেন কমিটির পক্ষ থেকে দেবমাল্য সেনগুপ্ত , ঐন্দ্রিল দে ,অনির্বান চক্রবর্তী , সুরজিৎ আশ , জয়ন্ত চ্যাটার্জী , সৌরভ দাস ও শ্রী অভিজিৎ বরাট মহাশয়। এই পুজোর অফিসিয়াল নিউজ পার্টনার নিউজ বেঙ্গল অনলাইন মিডিয়া ।