বিধ্বংসী ঘূর্ণি ঝড় আমফানের তান্ডবে আজ সন্দেশ খালি সুন্দর বন অঞ্চল এর দুর্গতদের পাশে এগিয়ে আসলেন দুই সমাজ সেবা সংস্থা

দীপক ঘোষ – কলকাতা
চারিদিকে আজ করোনার থাবা অন্য দিকে বিধ্বংসী ঘূর্ণি ঝড় আম ফানের তান্ডবে সন্দেশ খালির সুন্দর বনের অঞ্চল আজ লন্ডভন্ড। সেখানের চারিদিকে নেই কোনো আলো , নেই পানীয় জল, সেখানকার মানুষ আজ নিরুপায়। এই ঘূর্ণি ঝড়ে কোথাও উড়িয়ে নিয়ে গেছে টিনের চাল, কোথাও রাস্তায় উপচে পড়ে গেছে গাছ। তার ফলে শুধু সৃষ্টি হয়েছে সমস্যা সেই দুর্গত

অঞ্চলের সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন নিশি ভোর ও we for all trust দুই সমাজ সেবা সংস্থা। তারা সম্প্রতি সন্দেশ খালির সুন্দরবন অঞ্চলের কিছু জায়গায় ঝড়ে দুর্গতদের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন। সেদিনের এই বিধ্বংসী ঘূর্ণি ঝড়ে সন্দেশ খালির সুন্দর বন অঞ্চলের প্রচুর ক্ষতি হয়েছে।
সেখান কার মানুষ আজ প্রচুর অসহায় মধ্যে জীবন যাপন করছেন। তারা শুধু আজ চেয়ে আছে এক মুঠো অন্নের দিকে সেই অন্নের জন্য তারা নির্ভর করছে

আজ কোনো সমাজ সেবী সংস্থা ও কোনো মহৎ ব্যাক্তির কাছে। সেই দুই সমাজ সেবী সংস্থা নিশি ভোর ও we for all trust তারা একবার সেই অঞ্চলে দুর্গত দের সাহায্য করে আসার পর আবার তারা সেই দুর্গত দের পাশে দান করার জন্য এগিয়ে যাবেন।
আগামী ৫ই জুন বিশ্ব পরি বেশ দিবসের কথা মাথায় রেখে সেই দুর্গত এলাকায় দুর্গত দের পাশে থেকে সাহায্য করার জন্য যাবো জানালেন we for all trust এর সম্পাদক বিশ্ব রঞ্জন চৌধুরী

তিনি আরো জানালেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে সামাজিক কাজ কর্ম করে থাকি। আমফানে ঘূর্ণি ঝড় বিধস্ত এলাকা গুলো তে সংস্থা থেকে দুর্গত দের পাশে থাকবো ও পাশে থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো।
এই দুই সমাজ সেবক সংস্থার ঘূর্ণি ঝড় বিধস্ত এলাকাতে দুর্গত দের পাশে থাকার জন্য এলাকায় যথেষ্ট সাড়া ফেলে দেয় ও সবাই তাদের এই মানবিক কর্মসূচি কে কুর্নিশ জানায়।