বিরসার কমেডি ছবি বিবাহ অভিযান

সপ্তর্ষি সিংহঃ
দক্ষিণ কলকাতার কসবা এলাকায় অবস্থিত একটি বিলাসবহুল শপিং মলের ১৭ তালায় তখন তারকাদের আগমন ঘটছে একে একে। মাথায় টোপর, হাতে রজনীগন্ধা-গোলাপের মালা। জুটিতে ঢুকছেন তাঁরা। আর তাঁদের একে একে নিয়ে আসছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। ২১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে SVF প্রযোজিত এবং বিরসা দাশগুপ্ত পরিচালিত আদ্যোপান্ত ছবি ‘বিবাহ অভিযান’। হাসি-ঠাট্টার মাঝে অনেক কথা শেয়ার করে নিলেন ছবির মুখ্য চরিত্র রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া এবং পরিচালক বিরসা দাশগুপ্ত।
অনির্বাণ এবং প্রিয়াঙ্কা এই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন ‘বিবাহ অভিযান’-এ। দু’জনেই দু’জনের কাজের ভক্ত এই ছবি হওয়ার অনেক আগে থেকেই। আর প্রথমবার জুটি হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তাঁদের চমৎকার।