September 19, 2021

বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী অমিত কুমার জানলেন যে আমার আগামী দিনের গানের হিরো আমিই

নিজস্ব প্রতিনিধি –

বিশিষ্ট সংগীতশিল্পী অমিত কুমার তাঁর জন্মদিনে নিয়ে এলেন কুমার ব্রাদার্স মিউজিক এর ইউটিউব চ্যানেল।গত তেশরা জুলাই ছিল সংগীতশিল্পীর জন্মদিন।চ্যানেলে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও “দিল কা মেরে হাল তুম না পুছো’, গীতিকার লীনা চন্দ্রভারকর গাঙ্গুলী, সুর সংযোজনায় ও গানে রয়েছেন অমিত বাবু স্বয়ং। নব্বই এর দশকে লাইভ রেকর্ড করা গানের এতদিনে মিউজিক ভিডিও তৈরি হল মুম্বাই এ কিশোর কুমার এর বাংলো গৌরীকুঞ্জে। অমিত কুমার জানালেন,” নতুন সময়ের সাথে আমাদের চলতে হবে।এই চ্যানেল থেকেই আমার করা সুরে নিজের গান আরো আসবে।এখন আঠারোটা গান তৈরি আছে, সব গানেই আমিই হিরো। আমাকে রেখেই ভিডিও গুলো তৈরি হবে। খুব কম বয়সেই সুর তৈরির আগ্রহ জন্মায়। বাবাকে, পঞ্চমদাকে দেখে আরো উৎসাহ পাই। আগামী দিনে নতুন প্রতিভার পাশাপাশি অন্যান্য বিশিষ্ট শিল্পীদের গান প্রকাশেরও পরিকল্পনা আছে আমার।

Total Page Visits: 497 - Today Page Visits: 1