May 7, 2021

বৃন্দাবন মাতৃ মন্দিরের সমাজসেবা মূলক অনুষ্ঠান

সোমনাথ সাহা – কলকাতা

১১১ বছরের প্রাচীন দূর্গা পূজা কমিটি উত্তর কলকাতার সুকীয়া স্ট্রিটের বৃন্দাবন মাতৃ মন্দির তাদের দূর্গা পুজোর বাজেট থেকে অর্থ বাঁচিয়ে গত ১৯শে জানুয়ারী , সর্বমোট ৩,০০,০০০ টাকার স্কলারশিপ তুলে দিলো ৩০ জন কৃতি ছাত্র ছাত্রীর হাতে যারা আর্থিক প্রতিকূলতাকে অতিক্রম করে স্বপ্ন দেখছে নিজের পায়ে নিজে দাঁড়াবার .. এই বছর শহরের

পাশাপাশি বিভিন্ন জেলার মিলিয়ে ২১জন ছাত্র আর ৯ জন ছাত্রী এবারের এই স্কলারশিপ পেলেন ..এটা ছিল এদের ষষ্ঠ বছরের উদ্যোগ..ভিড়ে ঠাসা সুকীয়া স্ট্রিটের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়ক শ্রীমতি স্মিতা বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী , কবি এবং শিক্ষাবিদ সুবোধ সরকার, রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ ,পৌরপ্রতিনিধি মীনাক্ষী গুপ্ত, অভিনেত্রী শিউলি গোমস , সমাজ সেবক শ্রী সঞ্জয় রায় , শ্রী বিমল দে ও অন্যন্য অতিথি বৃন্দ। এর পাশাপাশি পিঙ্কি রায় স্মৃতি স্কলারশিপ ও প্রদান করা হয়।

Total Page Visits: 367 - Today Page Visits: 2