বেঙ্গল কুইন ২০১৯

সাধনা মিস্ত্রী, কলকাতা,
সম্প্রতি একটি জাতীয় ও আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছে কলকাতা। সম্পূর্ণ আলাদা থিম সহ বেঙ্গল কুইন ২০১৯ আসতে চলেছে যেখানে অংশগ্রহণকারীদের শুধু মাত্র শারীরিক সৌন্দর্য বা চেহারা দেখে নয় বরং বুদ্ধিমত্তার পরিচয় দেখে বেঙ্গল কুইন ২০১৯ খেতাব দেওয়া হবে। চেহারা যথেষ্ঠ গুরুত্বপূর্ণ তবে মূল বিষয় হল মানবতা ও মনুষত্ব ও তার মধ্যে থাকা শক্তি যা অন্যদেরও অনুপ্রানিত করবে। গ্ৰুমিং-এর দায়িত্বে থাকবেন প্রাক্তন মডেল ও সম্প্রতি ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তনের খবরে থাকা তুহিনা পান্ডে। পোশাক ডিজাইন করতে চলেছেন ইন্দো ওয়েস্টার্ন স্ট্রেস বিখ্যাত ইরানি মিত্র।প্রতিযোগিতা হবে টাস্ক ভিত্তিক যেখানে অংশগ্রহণ দল গুলিকে কিছু কাজ দেওয়া হবে যাতে দলের তেজস্বীতা উভয় থাকবে। সমস্ত প্রার্থীকে সেমি ফাইনালের আগে একটি অ্যাসিড পরীক্ষা দিতে হবে যা থেকে ৫০ জন অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা খুঁজে নেওয়া হবে। ২৮ সেপ্টেম্বর ২০১৯-এ গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।