বৈদ্যস বাংলা ব্যান্ড (মুম্বাই) – এবার শহরে

নিজস্ব প্রতিনিধি – কলকাতা
সঙ্গীত মানেই বাঙালি আর সঙ্গীতের স্বর্ণ যুগ থেকে প্রেরণা নিয়ে বৈদ্যস বাংলা ব্যান্ড আধুনিক ঘন্ত্র সঙ্গীতের মিশেলে পুরানাে দিনের গানকে নিয়ে এসেছে। তাঁদের মূল উদ্দেশ্য হলো পুরানো গানকে আত্মিকভাবে গ্রহণ করানো। ৫০ থেকে ৯० দশকের গানের সুরগুলি অদ্ভুতপূর্ণ। কিন্তু আজকের প্রজন্ম তার যন্ত্রনানুসঙ্গের সাথে একত্মাবােধ করতে পারেনা তাই সেই অদ্ভুতপূর্ণ সুরগুলিও আজবিস্মৃত প্রায়। বৈদ্যস-র প্রধান উদ্দেশ্য হল স্বর্ণ যুগের সেই
গানগুলিকে আজকের যন্ত্রানুসারের সাথে প্রয়োগ করে পুনরুজীবিত করা । যাতে ,বর্তমান প্রজন্মের কাছে গানগুলির অসাধারন সুর গ্রহণ যােগ্যতা পায়। সেই সুললিত কণ্ঠের গায়কদের সুযােগ করে দিতে
শ্ৰীলগ্না দেব মিশ্রর নিবেদন ভালােবাসার দিনে ভালােবাসার গান। সােম, রাজকুমার ও বিদিশার প্রচেষ্টায় বৈদ্যস আজকে, স্বতন্ত শিল্পীদের সহযােগী সদস্য হিসাবে দলে যােগদানের জন্য আহ্বান করছে,যাতে তারা একটি অনন্য ও স্বতন্ত্র সুর এবং একটি অপ্রতিদ্বন্দ্বী শেলী তৈরী করতে পারে। বৈদ্যস দেশের একমাত্র মঞ্চ (প্লাটফর্ম )যেখানে ভিন্ন ধারার সঙ্গীত ( ধ্রুপদী,রক,পপ,আধা ধ্রুপদী, বলিউড, ফিউশন ও রবীন্দ্রসঙ্গীত) নান্দনিকতার সাথে পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন শ্রীলগ্না দেব মিশ্র। বৈদ্যস স্পষ্টতই ‘রেট্রো মিউজিক -এর মাধ্যমে ভারতের সনাতন ধারা ‘বৈচিত্রের মাঝে ঐক্য ‘-কে জনসমক্ষে ও বিশ্বের মাঝে তুলে ধরার জন্য আরও অন্যান্য ভাষায় গান পরিবেশন করার নিরলশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।