ভবিষ্যৎ রুপরেখার আলোচনা

সপ্তর্ষি সিংহঃ
জিএসটি শুরুর পর একবছর যেতেই দেশের অর্থনীতিতে চির ধরছে। দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলিকে চেপে ধরেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে ভারতীয় অর্থনীতির বহর বাড়িয়ে ৫ লক্ষ কোটি মার্কিন ডলার করতে ব্যাঙ্কগুলিকে উপযুক্ত ব্যবস্হা নিতে হবে। এই জন্য ডিজিটাল পেমেন্ট, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফর, ক্ষুদ্র ও মাঝারি সংস্হাগুলিকে ঋণ দেওয়া, ব্যাঙ্কের পরিচালন ব্যবস্হা, গৃহঋণ, কৃষিঋণ এর মতো ১৬টি বিষয়ে জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে কৌশল ঠিক করতে শাখা স্তরের পদাধিকারীদের অভিমত ও প্রস্তাবনার ভিত্তিতে। কিন্তু অনাদায়ী ঋণের বোঝা সামলে এখনও দাঁড়াতে পারেনি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলি। বিভিন্ন কর্পোরেট ব্যাঙ্কগুলির দেউলিয়া মামলায় কয়েক লক্ষ কোটি টাকার পাওনা ঝুলে রয়েছে। এই অবস্হায় ঋণ দেওয়া নিয়ে ব্যাঙ্ক গুলি বেশ খানিকটা সংরক্ষণ বাদী হয়ে উঠলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নির্দেশ মেনে রবিবার ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার পক্ষ থেকে ভবিষ্যৎ পথনির্দেশিকা তৈরি করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে শাখা স্তরে পারফরম্যাণ্স পর্যালোচনা ও উদ্ভাবনী কৌশল সুপারিশ করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক নির্দেশ পাঠানোর পর রবিবার বৈঠক করেন জিএম হেড রাজেশ রাম।