October 17, 2021

মহাত্মা গান্ধীর স্মরণে বিশিষ্ট সংগীত শিল্পীদের শ্রদ্ধাজ্ঞলি জানতে চলেছেন পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি –

বিশিষ্ট তবলিয়া – সুরকার পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় নিয়ে আসছেন রবীন্দ্রসঙ্গীত “একলা চলো রে” মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী পূর্ণ হওয়া উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই গানটি যা গান্ধীজির ভীষণ প্রিয় ছিল জাতীয় স্তরের বিশিষ্ট সংগীতশিল্পীরা এক হয়ে শ্রদ্ধা জানালেন জাতির জনককে। আগামী ২ অক্টোবর গান্ধীজির জন্মদিনে পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের রিদিম এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল থেকেই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে। গানটিতে শ্রদ্ধা জানিয়েছেন গ্র্যামি,পদ্মভূষণ পুরস্কৃত পন্ডিত বিশ্বমোহন ভাট। একলা চলো রে এর সুরে সুর মিলিয়ে বাজিয়েছেন মোহনবীণা, গান গেয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত ভজন সম্রাট অনুপ জলোটা, সংগীতশিল্পী পদ্মশ্রী সুরেশ ওয়াদেকর, শান, পন্ডিত জয়তীর্থ মেভুনডি,বিশিষ্ট সংগীতশিল্পী ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, লীনা বসু,গীত। যন্ত্রসংগীতে পন্ডিত প্রভিন গডখিনডি (বাঁশি),পন্ডিত লোকেশ আনন্দ (সানাই), কিশোর সোধা (ট্রাম্পেট ),সাগর (কিবোর্ড) এবং পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় স্বয়ং। এই গানের সংগীত আয়োজন করেছেন পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়। পরিকল্পনায় সুদীপ্ত চন্দ এবং পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়। গানটির মিউজিক ভিডিও করেছেন সৌরভ ব্যানার্জি। এই উদ্যোগ নিয়ে পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় বললেন,”জাতির জনককে গানে গানে আমাদের স্মরণ এই গানটি ওঁনার খুব প্রিয় গান। জীবনে নানা বাধা বিপত্তিতে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে মহাত্মার জীবনদর্শনকে আদর্শ মেনেই গানে গানে তাঁকে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি।

Total Page Visits: 232 - Today Page Visits: 1