October 26, 2021

মহালয়া বিশেষ নিবেদন সুহীরা বন্দ্যোপাধ্যায় ‘ত্রিগুনোধারিনী দুর্গা’

নিজস্ব প্রতিনিধি –

খ্যাতিমান মেক-আপ আর্টিস্ট এবং সেলিব্রিটি গ্রুমার সুহিরা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের ‘এথিনা স্টুডিও’ এর মালিক। রাজ্য ও জাতীয় মহলে তিনি অত্যন্ত সম্মানিত, মেক-আপ এবং গ্রুমিং শিল্পে ২০ বছরের অসামান্য সেবার জন্য বিভিন্ন পুরষ্কার জিতেছেন। সুহিরার বেশ কয়েকটি অবিস্মরণীয় সৃষ্টি রয়েছে। এর একটি উদাহরণ হ’ল তার সম্প্রতি নির্মিত ‘মহালয়া’ বিশেষ অ্যালবাম ‘ত্রিগুনোধারিনী দুর্গা’। নীতা দত্তকে দেবী দুর্গা দুর্গোতিনাশিনী’, ওয়েন্দ্রিলা গাঙ্গুলিকে দেবী চণ্ডিকা’ হিসাবে এবং সুহীরা বন্দ্যোপাধ্যায় মেয়ে মিঠির ( সায়রন্ধ্রী বন্দ্যোপাধ্যায় ) দেবী ভক্তি’ ( সতী ) হিসাবে অভিনয় করেছেন। এই ‘মহালয়া’ বিশেষের পরে সম্প্রতি এডভাইজর হিসাবে সম্মানিত হয়েছেন সুহিরা বন্দ্যোপাধ্যায়। ‘লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস’- এর চ্যাটার প্রেসিডেণ্ট আশীষ বসাকের পরিচালিত’ UN – লক ২০২০ ‘সিরিজের ফিল্মের অধীনে’ হ্যালো কলকাতা ‘সৃজনশীল কাজ করার জন্য নতুন প্রতিভা সযত্নে দেখছেন সুহির ব্যানার্জি।

Total Page Visits: 406 - Today Page Visits: 1